Malaika Arora Accident: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মালাইকা, হাসপাতালে চলছে চিকিৎসা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 02, 2022 | 11:26 PM

Viral News: স্টারকে নিয়েই বাড়ল উদ্বেগ। শনিবার দুপুরে ফ্যাশন শো থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মালাইকা আরোরা।

Malaika Arora Accident: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মালাইকা, হাসপাতালে চলছে চিকিৎসা

Follow Us

বর্তমানে একাধিক রিয়ালিটি শো-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মালাইকা আরোরা। বি-টাউনের অন্যতম ফ্যাশন সেলেব কুইনের নিত্য আনাগোনা বিভিন্ন শো থেকে শুরু করে পার্টিতে, সিনেদুনিয়ায় বড়পর্দার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ না থাকলেও কোথাও গিয়ে যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের মনে তাঁর নিত্যবাস। এবার সেই সেলেব স্টারকে নিয়েই বাড়ল উদ্বেগ। শনিবার দুপুরে শুটিং থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মালাইকা আরোরা।

পেছনে থেকে গাড়িকে ধাক্কা মারার ফলে বেশ জখম হয়েছেন সেলেব। ছবি সামনে এসেছে এক হলুদ প্লেটের গাড়ি। এদিন তিনি শুটিং-এর কাজে সকাল থেকেই ব্যস্ত ছিলেন। নিজের গাড়িতে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনা স্থল থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালাইকা আরোরাকে। অমৃতা আরোরা জানিয়েছেন বর্তমানে তিনি হাসপাতালেই রয়েছেন, চোখে আঘাত পেয়েছেন। তাই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বই-পুনে এক্সপ্রেস ওয়েতে তিনটে গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তবে চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসা চলছে, খালাপুর টোল প্লাজার কাছেই এক হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন তিনি। বর্তমানে মালাইকা জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়াস বেস্ট ডান্সার ও ঝলক দিখলা যা-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। খবর সামনে আসা মাত্রই উদ্বিঘ্ন ছড়াতে থাকে ভক্তদের মনে। যদিও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট মেলেনি এখনও। কিছুক্ষমের মধ্যেই ঘটনা স্থলে পৌঁছে যায় পুলিশ। পুনেতে অনুষ্ঠিত হওয়া এক ফ্যাশন শো-এর ইভেন্টে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। পরিবারের অনেকেই রয়েছে বর্তমানে মালািকার সঙ্গে। বড়সড় কোনও জখম না হলেও, চোখে আঘাত পাওয়ার কারণে প্রথমটায় ভয় পেয়েগিয়েছিলেন অনেকেই। তবে প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি কেমন আছেন, তা নিয়ে ডাক্তারি সূত্রে কোনো খবর মেলেনি।

আরও পড়ুন- Viral News: ‘আপনার ইমেজ খুব নোংরা’, কাস্টিং ডিরেক্টরের মন্তব্য শুনে কী বলেছিলেন অভিনেত্রী উর্ফি জাভেদ?

আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত

Next Article