AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: যত বয়স হচ্ছে বুঝতে পারছি দ্বন্দ্ব, উদ্বেগের মধ্যে আর থাকতে চাই না: মালাইকা আরোরা

Malaika Arora: সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ মালাইকা। নিজের বিভিন্ন ভাবনা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। নিজের জীবনের বিশেষ মুহূর্তও ভাগ করে নেন।

Malaika Arora: যত বয়স হচ্ছে বুঝতে পারছি দ্বন্দ্ব, উদ্বেগের মধ্যে আর থাকতে চাই না: মালাইকা আরোরা
মালাইকা আরোরা
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 4:16 PM
Share

৪৭ বছর বয়স হয়েছে তাঁর। তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ৪৭ বসন্ত পার করে এসেছেন তিনি, তা তাঁকে দেখে বোঝার উপায় নেই। প্রতিদিনই জীবন থেকে কিছু না কিছু শিখছেন তিনি। প্রতিদিনই নিজেকে আরও ভাল মানুষ করে তোলার চেষ্টা করছেন। পজিটিভ মানুষ মালাইকা। প্রতিদিন পজিটিভিটি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন আরও কিছুটা।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ মালাইকা। নিজের বিভিন্ন ভাবনা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। নিজের জীবনের বিশেষ মুহূর্তও ভাগ করে নেন। সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যত বয়স হচ্ছে আমি বুঝতে পারছি নাটক, দ্বন্দ্ব, উদ্বেগের মধ্যে আর থাকতে চাইছি না। শুধু একটা নিজের ঘর, ভাল খাবার এবং চারপাশে ভাল মানুষ চাইছি।’

মালাইকা নিজে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনের কোনও কোনও ঘটনার জন্য তিনি সাধারণের নজরে থেকেছেন। সমালোচনা শুনেছেন। কেরিয়ার হোক বা ব্যক্তি জীবন কোনও কোনও সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। যত দিন এগিয়েছে মালাইকা নাকি শিখেছেন, নিজের জীবন, নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হয়। তবেই নিজের জীবন বাঁচা সম্ভব হয়।

জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে নেগেটিভ কমেন্ট, ট্রোলিংকে আর পাত্তা দেন না মালাইকা। তাতেই ভাল আছেন তিনি। জাজমেন্টাল না হয়ে সকলের সঙ্গে মেলামেশার চেষ্টা করেন তিনি। মডেলিং থেকে অভিনয় দীর্ঘ কেরিয়ারে পরিবারকে ইন্ডাস্ট্রির নেগেটিভিটি থেকে রক্ষা করার চেষ্টা করেছেন তিনি। কারণ পরিবারই তাঁর রক্ষাকবচ। অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। শুধু তাই নয়, তাঁর এই সম্পর্কের প্রতি তাঁর ছেলে আরহানের যে ভালবাসা, শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে, তাও প্রকাশ্যেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুনও। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত। এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভাল থাকেনি। শিশুদের উপরও প্রভাব পড়ে। সে জন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি। মালাইকা যেটাতে স্বচ্ছন্দ, সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের উপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।”

আরও পড়ুন, Laal Singh Chaddha: ‘লাল সিং চাড্ডা’র ‘বৈশাখী’ মুক্তি