‘প্রেমিকাকে কাস্ট করেছিল পরিচালক…’, ওয়েলকাম ২-এ সুযোগ হারানো নিয়ে বিস্ফোরক মল্লিকা
সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, "আমি সত্যি কথা বলছি। ওঁরা যখন সিকুয়াল বানায় তখন প্রেমিকাকে কাস্ট করে। হিরোও তাঁর প্রেমিকাকে কাস্ট করে। এমন করলে আমার কী করণীয়?"
২০০৭-এ মুক্তি পেয়েছিল পরিচালক অনীশ বাজমির জনপ্রিয় ছবি ওয়েলকাম। সেই ছবি সুপারহিট হয়েছিল। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত। ঠিক আট বছর অনীশ নির্মাণ করেছিলেন ওয়েলকাম ছবির সিকুয়াল। কিন্তু ওই ছবিতে জায়গা হয়নি মল্লিকার। নেপথ্যে কোন কারণ? মল্লিকার দাবি, পরিচালক কাস্ট করেছিলেন তাঁর প্রেমিকাকে। আর সেই কারণেই বাদ পড়েছিলেন মল্লিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, “আমি সত্যি কথা বলছি। ওঁরা যখন সিকুয়াল বানায় তখন প্রেমিকাকে কাস্ট করে। হিরোও তাঁর প্রেমিকাকে কাস্ট করে। এমন করলে আমার কী করণীয়?” এখানেই থেমে থাকেননি মল্লিকা। তিনি আরও যোগ করেন, “বলিউডে কোনও অভিনেতা, প্রযোজক অথবা পরিচালকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়নি। আমি সবসময় এটাই মনে করেছি, যদি আমি কোনও প্রজেক্টের যোগ্য হই তবেই তাঁর অংশ হতে পছন্দ করব। যদি কোনও পরিচালক অথবা প্রযোজক তাঁদের প্রেমিকাদের সেই ছবিতে নিতে চান সেটা তাঁদের ব্যাপার।” ওয়েলকামের আর কোনও সিকুয়াল বানানো হলে কি তিনি জায়গা পাবেন? এই প্রশ্নে মল্লিকার সটান জবাব, “ওয়েলকামের সিকুয়ালে পরিচালক নিজের প্রেমিকাকে নিয়েছিল। সেই কারণেই আমি সেই প্রজেক্টের অংশ হতে পারিনি। আর কী বলার আছে?”
যদিও অনীশের প্রেমিকা বলতে তিনি কোন নায়িকাকে বোঝাতে চেয়েছেন সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি মল্লিকা। প্রসঙ্গত ওয়েলকাম ব্যাক ছবিতে অনীল কাপুর, নানা পটেকর, জন আব্রহাম ছাড়াও অভিনয় করেছিলেন শ্রুতি হাসান, অঙ্কিতা শ্রীবাস্তব, ডিম্পল কাপাডিয়াসহ অন্যান্য। ২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবির হাত ধরে হিন্দি ছবির জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তার পরের বছর মুক্তি পায় ‘মার্ডার’। ইন্ডাস্ট্রির বোল্ড অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। সাহসী চরিত্রে অভিনয় করেছেন জড়তাহীন ভাবে। কিন্তু তাঁর অভিনয় জগতে প্রবেশ সহজ বিষয় ছিল না। অনেক লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। মল্লিকার পরিবার কোনওদিনই চাননি তিনি অভিনয় জগতে আসুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বেশ কিছু না-বলা কথা ব্যক্ত করেছেন মল্লিকা। পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে মুখ খুলেছেন। জানিয়েছেন, বাবার পদবী পরিত্যাগ করেছেন অভিনেত্রী। মায়ের পদবী শেরাওয়াতই তাই ব্যবহার করেন তিনি। মল্লিকা বলেছেন, “পরিবারের থেকে সারাজীবন অনেক বাধা পেয়েছি। পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াই করেছি ছোট থেকে। আমার বাবা অত্যন্ত রক্ষণশীল মানুষ। মা-ও তাই, দাদাও তাই। কেউ আমার পাশে ছিলেন না। আমাকে কেউ সাপোর্ট করেননি কোনওদিন। একটা সময় আমি খুবই সরল ও সাদাসিধে মনের মানুষ ছিলাম।”
তবে ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন মল্লিকা। অভিভাবকদের অমত আছে জেনে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। সোজা মুম্বইয়ে চলে এসেছিলেন নিজের স্বপ্নকে সত্যি করবেন বলে। জানিয়েছেন, তিনি যদি সেদিন বাড়ি থেকে না পালিয়ে আসতেন, তাঁর বিয়ে হয়ে যেত। বলেছেন, “আমার ভাগ্য ভাল ছিল, যে এই ইন্ডাস্ট্রি আমাকে ফিরিয়ে দেয়নি। আমি আমার স্বপ্নকে শেষমেশ সত্যি করতে পেরেছি।”
সহজ হয়নি মল্লিকার বাবা-মায়ের ক্ষেত্রেও। তিনি বলেন, “আমার কাছে চিরকালই টাকা ছিল। অনেক গয়না ছিল। মুম্বইয়ে পেট চালানোর জন্য সব বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু পরিবারের থেকে দূরে চলে এসে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম আমি। বাবা আমাকে ত্যাজ্য করেছিলেন।
বলেছিলেন আমার সঙ্গে আর কোনও সম্পর্কই রাখবেন না। এই কথা শুনে আমার মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।” বেশ অনেক দিন পর আবারও বলিউডে কাজ করেছেন মল্লিকা। ‘নকাব’ ওয়েব সিরিজের মধ্যে দিয়ে কামব্যাক করেছেন তিনি। হাতে রয়েছে রজত কাপুরের একটি কাজও।
আরও পড়ুন: Devlina Kumar: ট্রেনের প্যাসেজে নাচলেন, তারপর কী হল দেবলীনা-গৌরবের?
আরও পড়ুন: Baiju Bawra: ভন্সালীর ‘বৈজু-বাওরা’তে প্রধান জুটি হিসেবে থাকছেন এই দুই তারকা