Mandira Bedi: ‘খুব মিস করি’, স্বামীর মৃত্যুবার্ষিকীতে মন খারাপ মন্দিরা বেদীর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 30, 2023 | 2:04 PM

Mandira Bedi Husband: ২০২১ সালে এই দিনই মৃত্যু হয়েছিল মন্দিরার স্বামী রাজ কৌশলের। এ দিন তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে মন্দিরা ইনস্টাগ্রামে লিখলেন, "২ বছর। আমরা তোমাকে মিস করি... জীবনের চেয়েও বড় তোমার উপস্থিতি, জীবনের জন্য তোমার সবসময় ছটফট করে ওঠা, বিরাট একটা মনের মানুষ।"

Mandira Bedi: খুব মিস করি, স্বামীর মৃত্যুবার্ষিকীতে মন খারাপ মন্দিরা বেদীর
স্বামীর মৃত্যুবার্ষিকীতে আবেগবিহ্বল মন্দিরা।

Follow Us

দু’বছর হল স্বামী ছেড়ে চলে গিয়েছেন। মনের মানুষ চলে যাওয়ার সেই ধাক্কা কিছুটা হলেও সামলে নিয়েছেন বলি-অভিনেত্রী মন্দিরা বেদী। কিন্তু ধাক্কা সামলে নিলে কী হবে, মনটা যে সেই খালিই, ভারাক্রান্ত। ৩০ জুন এলে তো তাঁর কথা আরও বেশি করেই মনে পড়ে মন্দিরার। ২০২১ সালে এই দিনই মৃত্যু হয়েছিল মন্দিরার স্বামী রাজ কৌশলের। এ দিন তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে মন্দিরা ইনস্টাগ্রামে লিখলেন, “২ বছর। আমরা তোমাকে মিস করি… জীবনের চেয়েও বড় তোমার উপস্থিতি, জীবনের জন্য তোমার সবসময় ছটফট করে ওঠা, বিরাট একটা মনের মানুষ।”

শুধু ইনস্টায় দু’টো লাইন লেখা নয়। সেই সঙ্গেই আবার মন্দিরা ওই পোস্টে রাজের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিয়োও শেয়ার করেছেন। ইনস্টাগ্রামের সেই পোস্ট বহু মানুষের মন কেড়ে নিয়েছে। ভিডিয়োর কমেন্ট সেকশন প্রমাণ করে দিয়েছে সদা হাস্যবদনের মন্দিরার মন খারাপে তাঁরাও কতটা মুহ্যমান হয়ে যান!

অভিনেত্রীর পোস্টে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, “আপনি সত্যিই খুব শক্তিশালী এক মহিলা। ঈশ্বর সর্বদা আপনাকে আশীর্বাদ করুন, সেই প্রার্থনাই করি।” আর একজন যোগ করেছেন, “মন খারাপ করো না মন্দিরা, তোমার হাসিমুখটাই আমাদের চোখে ভেসে ওঠে সবসময়।”


মন্দিরার স্বামী রাজ কৌশল পেশায় একজন ফিল্মমেকার ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন তিনি প্রয়াত হন। তাঁর অকস্মাৎ এই মৃত্যু অনেককেই অবাক করেছিল। শোকে পাথর হয়ে গিয়েছিলেন মন্দিরা বেদী। ‘প্যায়ার মেঁ কভি, কভি’ এবং ‘শাদি কে লাড্ডু’-র মতো ছবির পরিচালনা করেছিলেন রাজ।

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মন্দিরা ও রাজ। ২০২০ সালে তাঁদের পুত্রসন্তান বীরের জন্ম হয়। তারপরে একটি কন্যাসন্তানও দত্তক ছিলেন, যার নাম তারা।

Next Article