গত কয়েক বছর ধরে, বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্ম বদলে যাচ্ছে হিন্দি রিমেকে। সেই তালিকায়জুড়ল আরেক নাম। দক্ষিণী ছবিটির হিন্দি রিমেক প্রায় লক এবং ফ্লোরে যেতেও প্রস্তুত। প্রথমবার, একতা কাপুর এবং রোহিত ধাওয়ান জুটি বেঁধে ‘আলা বৈকুণ্ঠপুরমালু’ ছবিটি হিন্দি রিমেক করতে চলেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে নির্মাতারা হিন্দি রিমেকে টাবুর চরিত্রে অভিনয় করতে মনীষা কৈরালার সঙ্গে যোগাযোগ করেছেন।
মনীষা সবসময় তাঁর ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি তাঁর দুর্দান্ত কিছু পারফরম্যান্সের সঙ্গে বড় পর্দাতেও খ্যাতি অর্জন করেছেন। ‘আলা বৈকুণ্ঠপুরমালু’ বক্স অফিসে দুর্দান্ত সফল একটি ছবি টাবুর অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছে। টাবুর জুতোয় পা গলাতে চলেছেন মনীষা।
এমন খবরও ছিল যে প্রাথমিকভাবে, টিম টাবুকে হিন্দি রিমেকেরও অংশ এবং কার্তিকের চরিত্রের ’মা’ হিসেবে পেতে চেয়েছিলেন। তবে, যেহেতু তিনি এবং কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-২’ এর অংশ, তাই তাঁর বদলে অন্য অভিনেত্রীর দিকে ঝুঁকছিলেন। চলতি বছর থেকে ছবিটির প্রযোজনার কাজ শুরু করতে চাইছেন নির্মাতারা। মনীষা যদি এই ছবিতে অংশ নেন তবে বহু দিন পরে তাঁকে অন-স্ক্রিনে পেতে চলেছেন দর্শক। ২০২২ সালে মুক্তি পাবে কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ছবিটি।
আরও পড়ুন আমিরের অনুরোধ ফেলতে পারলেন না অরিজিৎ, গাইলেন অভিনেতার সবচেয়ে পছন্দের গান