Amitabh-Anushka: মুম্বই পুলিশের নজরে অমিতাভ-অনুষ্কা, ভুল ধরিয়ে ‘ভিলেন’ নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 16, 2023 | 2:09 PM

Amitabh-Anushka: নিজেরাই সামাজিক মাধ্যমে ঘটা করে করেছিলেন পোস্ট। সেই পোস্টে ভক্তরাও করেছিলেন নানা মন্তব্য। কিন্তু সেই পোস্টই যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো নিজেরাও ভাবতে পারেননি। কথা হচ্ছে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মার। নেটিজেনরা ভুল ধরাতেই সক্রিয় হয়ে উঠল মুম্বই পুলিশ।

Amitabh-Anushka: মুম্বই পুলিশের নজরে অমিতাভ-অনুষ্কা, ভুল ধরিয়ে ভিলেন নেটপাড়া
বিপাকে অমিতাভ-অনুষ্কা।

Follow Us

 

নিজেরাই সামাজিক মাধ্যমে ঘটা করে করেছিলেন পোস্ট। সেই পোস্টে ভক্তরাও করেছিলেন নানা মন্তব্য। কিন্তু সেই পোস্টই যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো নিজেরাও ভাবতে পারেননি। কথা হচ্ছে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মার। নেটিজেনরা ভুল ধরাতেই সক্রিয় হয়ে উঠল মুম্বই পুলিশ। ঠিক কী করেছেন দু’জনে? সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। সেই পোস্টে দেখা গিয়েছিল এক অচেনা বাইক আরোহীর পিছনে চেপে গন্তব্যে পৌঁছচ্ছেন বিগ-বি। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে অমিতাভ লেখেন, “এই রাইডের জন্য ধন্যবাদ বন্ধু। আমি আপনাকে চিনি না। কিন্তু আপনি আমাকে সময়ের মধ্যে কাজের জায়গায় পৌঁছে দিলেন। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম ট্র্যাফিক জ্যামকে টেক্কা দিয়ে।” তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় তিনি না জানলেও ‘দুঃসময়’-এ তিনি যে সাহায্য করেছেন সেই কারণে ওই ব্যক্তির কাছে তিনি ঋণী। তবে শুধু অমিতাভই নয় অনুষ্কা শর্মাকেও দেখা যায় ট্র্যাফিক জ্যামের কারণে তাঁর দেহরক্ষীর পিছনে বসে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। সেই ভিডিয়োয় ভাইরাল হয়। আর এরপরেই নেটিজেন মনে করিয়ে দেন অনুষ্কা তাঁর দেহরক্ষী অথবা অমিতাভ ও ওই অচেনা ব্যক্তি– এঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। ট্র্যাফিক আইনে যা গুরুতর অপরাধ। মুম্বই পুলিশকে ট্যাগ করে অনেকেই লেখেন, “সাধারণ যখন এমনটা করেন আপনারা মোটা টাকা জরিমানা করেন। আর এ ক্ষেত্রে কি তারকা বলে তাঁরা ছাড় পেয়ে যাবেন?” লাগাতার অভিযোগের পর উত্তর দেয় মুম্বই পুলিশও। তাদের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে। যদিও তাদের তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, এই ঘটনার পর অভিযোগকারী নেটিজেনদের উপর বেজায় খাপ্পা অমিতাভ ও অনুষ্কার ভক্তরা। তাঁদের চোখে রাতারাতি ভিলেন হয়ে উঠেছে ওঁরাই। তাঁদের পাল্টা যুক্তি, “ভুল মানুষ মাত্রই হয়, তা বলে এই পরিস্থিতির কী দরকার?”

 

অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘উঁচাই’ ছবিতে। ওই ছবিতে তিনি ছাড়াও ছিলেন বোমান ইরানি, নীনা গুপ্তাসহ অনেকেই। তাঁকে পরবর্তীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও প্রভাস অভিনীত ছবি ‘প্রজেক্ট কে’-তে। অন্যদিকে অনুষ্কা শর্মাকে দেখা যাবে ঝুলন গোস্বামীর ছবি ‘চাকদহ এক্সপ্রেস’-এ।

 

Next Article