ব্যরেছেন ব্যক্তিগত জীবনে সমস্যার জেরে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা যাচ্ছে অভিনেতা নওয়াজ় উদ্দিন সিদ্দিকিকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির প্রতিটা অভিযোগ। ইটাইমসে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই নওয়াজ়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। এবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে দুই সন্তানের ভার কে পাবেন। নওয়াজ়ের কাছে কিছুতেই সন্তানদের দিতে চান না আলিয়া। সম্প্রতি আদালতের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন নওয়াজ় উদ্দিন সিদ্দিকি তাঁর ক্ষমতার জোরে সন্তানদের পেতে চাইছেন। মায়ের থেকে সন্তানদের আলদা করতে চাইছেন, প্রমাণ করতে চাইছেন তিনি কত ভাল বাবা। আলিয়া তা মেনে নিতে নারাজ বলেই স্পষ্ট জানিয়ে দেন।
একটি ভিডিয়ো-তে নওয়াজ়ের স্ত্রী আলিয়া বলেন, ”ও আমার সন্তানদের নিজের কাছে রাখতে চায়। অথচ ওর সন্তানের প্রতি সেই অনুভূতিটাই নেই। একটা ডাইপার কীভাবে ব্যবহার করতে হয়, তাও জানে না ও। জানেও না সন্তানেরা কীভাবে বড় হয়ে গেল। আর আজ এসে সন্তানদের অধিকার চাইছে! ও আমার থেকে সন্তান চুরি করতে চায়। প্রমাণ করতে চায় যে ও খুব ভাল বাবা। কিন্তু ও জানে না প্রকৃতির ক্ষমতা কতটা।”
এখানেই শেষ নয়, আলিয়া আরও জানান, তিনি নওয়াজ়কে নিজের স্বামীর জায়গা দিয়েছিলেন, কিন্তু নওয়াজ় কোনওদিনই তাঁকে স্ত্রীর সম্মান দিতে পারেননি। আলিয়ার কথায় তিনি তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ বছরগুলো দিয়ে দিয়েছেন তাঁর নওয়াজ়ের পিছনে। তাঁর সন্তানেরা জানেই না বাবার ভালবাসা কী জিনিস! তাই সন্তানদের তিনি কোনও মতেই নওয়াজ়ের হাতে তুলে দিতে চান না বলেি সাফ জানিয়ে দেন।