সঞ্জয় দত্ত, যে নামের সঙ্গে একটা সময় শত শত নাম জড়িয়েছে রাতারাতি তাঁর ব্যক্তি জীবনে যে প্রেম নেহাতই কম আসেনি তা কম বেশি সকলেরই জানা। একের পর এক অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম উঠে আসত চর্চায়। তবে বিবাহিত জীবনে থাকা সত্ত্বেও যে প্রেম তোলপাড় করেছিল গোটা বিটাউনের অন্দরমহলে, তা হল মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর সম্পর্ক। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রেমের জেরে রীতিমত নাজেহাল হতে হয়েছিল অভিনেতার প্রথম পক্ষের স্ত্রীকে। রিচা শর্মার সঙ্গে তখন রীতিমত সংসার করছেন সঞ্জয় দত্ত। সেই সময় তাঁর জীবনে আসে মাধুরী দীক্ষিত। দিন দিন সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। তাঁদের জুটি পর্দাতেও বেশ চর্চিত হয়ে ওঠে। তখন মাধুরীকে সকলেই মনে করতেন তিনি ঘর ভাঙতেই জানেন।
সবটা রটে যেতে খুব একটা বেশি সময় নেয়নি। একের পর এক খবর যখন রিচার কানে আসতে থাকে, তখন তিনি নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে চাননি। চাননি ডিভোর্স দিতে। তবে সবটা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। যদিও সঞ্জয় দত্ত খুব একটা সেই সম্পর্কের মধ্যে ছিলেন না। তিনি বাধ্য করেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, রিচাও একটা সময় তাই করেন। তখন মাধুরী দীক্ষিতের সঙ্গে একের পর এক ছবি পাইপ লাইনে। লাইম লাইটে এই জুটি। যদিও শেষ রক্ষ হয়নি। সঞ্জয় দত্ত চেয়েছিলেন মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে। বিবাহ বিচ্ছেদের পথেও হেঁচেছিলেন তিনি।
তবে একটা সময়ের পর সঞ্জয় দত্তের জীবনের চেনা সমীকরণগুলো হঠাৎ করেই পাল্টে যেতে থাকে। একের পর এক কেসে যখন জড়িয়ে যেতে শুরু করে তাঁর নাম, সেই সময়ই মাধুরী দীক্ষিতের থেকে দূরে সরে যাওয়া। শোনা যায় এই সময় মাধুরীর বাড়ি থেকে তাঁকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই পাল্টে যায় তাঁদের সম্পর্কের চেনা সমীকরণ।