Aryan Khan’s arrest: আরিয়ানের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন এনসিবির, মাদককাণ্ডে গ্রেফতার আরও ১

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 07, 2021 | 4:37 PM

গত শনিবার কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে তিনদিনের একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের তাবড় ব্যক্তিত্ব এই সফরে সঙ্গী হন।

Aryan Khans arrest: আরিয়ানের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন এনসিবির, মাদককাণ্ডে গ্রেফতার আরও ১
আরিয়ান খান।

Follow Us

জামিন না জেল হেফাজত– এই প্রশ্নের মাঝেই আরিয়ান খান মাদক কাণ্ডে নতুন মোড়। আরিয়ানের এনসিবির হেফাজতের মেয়াদ আরও চার দিন বৃদ্ধির আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এ দিন মাদক মামলা চলাকালীন এনসিবি’র তরফে আদালতে জানান হয়, প্রয়োজনে আরও বেশ কিছু জায়গায় অভিযান চালাতে পারেন তাঁরা। উপযুক্ত প্রমাণ পেলে হতে পারে গ্রেফতারিও। সম্ভাব্য দোষীর সঙ্গে বর্তমানে গ্রেফতার হয়েছেন যারা তাঁদের মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলেই হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে এনসিবি।

এরই পাশাপাশি প্রমোদতরীর মাদক মামলায় এ দিন গ্রেফতার করা হয় আরও একজনকে। ধৃতের নাম অচিত কুমার। এনসিবি সূত্রে খবর, আরিয়ানকে গাঁজার জোগান দিতেন অচিত। আরিয়ান ও আরবাজকে জেরা করেই তাঁর নাম উঠে এসেছে। ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে তাঁকে। চলছে শুনানি। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


গত শনিবার কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে তিনদিনের একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের তাবড় ব্যক্তিত্ব এই সফরে সঙ্গী হন। ক্রে’আর্ক শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। ৪ অক্টোবর তা গোয়া ঘুরে ফের মুম্বইতে ফেরত আসার কথা ছিল। এদিকে এই প্রমোদতরণী নিয়ে এনসিবির কাছে আগাম ড্রাগ-মজুতের খবর যায়। সেই ড্রাগ যে এই প্রমোদ-সফরের বড় অংশ হতে চলেছে তাও জানতে পারেন তদন্তকারীরা।

এরপরই একেবারে বলিউডি কায়দা সেই তরণীতে ওঠেন বেশ কয়েকজন এনসিবি কর্তা। কর্ডেলিয়া ক্রুজে তল্লাশি চালাতেই তাঁদের কাছে উঠে আসে একের পর এক মাদকের খোঁজ। কোকেন, এমডিএমএ, এক্সটেসি বাদ ছিল না কিছুই। এরপরই মাদক রাখার প্রমাণ পাওয়ায় আটজনকে আটক করা হয়। সেখানে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানও। গত শনিবার রাতে সেখান থেকেই গ্রেফতার করা হয় কিং খানের পুত্রকে।

গত ৪ অক্টোবর এই মামলার শুনানি ছিল। সেদিন আদালতে এনসিবি জানায়, আরিয়ান খানের হোয়াটস অ্যাপ চ্যাটে এমন কিছু তথ্য মিলেছে যা ড্রাগ পাচারকারী ও ড্রাগ লেনদেন সংক্রান্ত। তাই তারা আরিয়ানকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-তিনজনকে জেরার জন্য আদালত ৭ অক্টোবর অবধি সময় দেয়।

বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হচ্ছে। এনসিবি’র আবেদন মেনে নিয়ে আরিয়ানের হেফাজত কি বাড়বে নাকি মিলবে জামিন? উত্তরের খোঁজে গোটা দেশ।

আরও পড়ুন- Mumbai Cruise Drug Party: ফের হেফাজত নাকি জামিন? আজ আবারও আদালতে তোলা হবে শাহরুখ-পুত্রকে

Next Article