Don 3: ‘ডন থ্রি’ ছবি থেকে সরছেন শাহরুখ খান? নতুন অভিনেতার নাম সামনে আসতেই ঝড় নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 02, 2023 | 1:53 PM

Shah Rukh Khan: যদিও শাহরুখ খান যে এই ছবিতে অভিনয় করছেন না, সেই খবর অনেকদিন ধরেই বলিউডের আনাচে-কানাচে ছড়িয়েছিল। তবে এবার পাকাপাকি খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের মাঝে ঝড় উঠলো।

Don 3: ডন থ্রি ছবি থেকে সরছেন শাহরুখ খান? নতুন অভিনেতার নাম সামনে আসতেই ঝড় নেটপাড়ায়

Follow Us

‘ডন থ্রি’ ছবি নিয়ে বহুদিন ধরে বলিউডে উত্তেজনার পারদ তুঙ্গে। একটা সময় শাহরুখ খানের অ্যাকশন নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, বর্তমানে তাঁদেরকে সপাট জবাব দিয়ে ‘পাঠান’ ছবি সামনে এসেছেন কিং। না, কেবল পাঠান-ই নয়, জওয়ান ছবিও ভরপুর অ্যাকশনে। এরপর কি পাইপলাইনে তবে ডন থ্রি? অনেকদিন ধরেই এই প্রশ্ন ছিল চর্চার কেন্দ্রে। তবে এবার শোনা যাচ্ছে এই অ্যাকশন ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। খবর সামনে আসতেই বেজায় মন খারাপ শাহরুখ ভক্তদের, খান ভক্তদেরর দাবি শাহরুখই এই ছবির জন্য পারফেক্ট। যদিও ছবির পরিচালক ফারহান আখতারের ছবিতে রণবীরের থাকার কথাই এখন ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে।

যদিও শাহরুখ খান যে এই ছবিতে অভিনয় করছেন না, সেই খবর অনেকদিন ধরেই বলিউডের আনাচে-কানাচে ছড়িয়েছিল। তবে এবার পাকাপাকি খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের মাঝে ঝড় উঠলো। সামনে শাহরুখ খানের জাওয়ান ছবির মুক্তি। এরপরই ডানকি ছবিতে দেখা যাবে তাঁকে। তারপরের ছবি নিয়েও নাকি ইতিমধ্যে কথা হয়ে গিয়েছে শাহরুখ খানের সঙ্গে। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আরও একবার জুটি বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে ওই ছবিতেই থাকতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান।

তাই শাহরুখ খানের ছবি নিয়ে এখন ভক্তদের মনে বেজে যায় উত্তেজনা তুঙ্গে। তবে পাইপলাইনে থাকা ডন থ্রি যে সেই তালিকা থেকে বাদ পড়বে, অনেকেই আশা করেননি। ডন টু ছবিতে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। ছবির গল্প যদিও সমালোচনার মুখে পড়েছিল, তবে বক্স অফিসে লক্ষী লাভ হয়েছিল বেশ ভালই। শাহরুখ খানের সেই লুক পছন্দ করেছিলেন অনেকে। তাই আরও একবার কিং খানকে সেই লুকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন ছিলেন যাঁরা এবার মন ভাঙলো তাঁদের।

Next Article