বিকাশ বেহলের পরবর্তী ছবি ‘গণপথ’-এ তিনি বক্সার। প্রস্তুতিও চলছে পুরোদমে। ছবিটি দু’টি অংশে ডিজাইন করা হয়েছ। অভিনেত্রী কৃতি শ্যানন ছাড়াও প্রয়োজন পড়েছে আরও এক অভিনেত্রীর। শোনা যাচ্ছিল নোরা ফাতেহি ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে জুড়তে চলেছেন।
তবে সে সবে জল ঢেলেছে আরও এক খবর। সূত্র জানায়, “হ্যাঁ, নোরার টিম এবং জ্যাক্কি ভাগনানীর মধ্যে কথা হয়েছিল তবে নোরার অত্যুৎসাহী পিআর টিম তা নষ্ট করে দিয়েছে। আসলে, যখন খবরটি ফাঁস হয়েছিল, প্রযোজনার সবাই খুব বিচলিত হয়েছিল এবং তাঁরা পরে জানতে পারে নোরার টিম সংবাদমাধ্যমকে এটির সম্পর্কে জানিয়েছিল। এটি তাদের বিরক্ত করেছিল এবং তাঁকে প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়।”
নোরা ফাতেহি বাদ পড়ার পরে তাঁর পরিবর্তে নতুন অভিনেত্রীর সন্ধান চালাচ্ছে টিম। সূত্রের আরও খবর “মূল চরিত্রে রয়েছেন কৃতি। তাঁর অভিনীত চরিত্রটিকে ছবির দুটি অংশে দেখা যাবে। শোনা যাচ্ছে, পূজা ফিল্মস (প্রযোজনা সংস্থা) নূপুর শ্যানননকে অথবা কোনও নতুন অভিনেত্রীকে লঞ্চ করতে পারে।”
আশা করা যায়, এ ঘটনার পরে নোরার তাঁর পিআর টিমের উপর কড়া নজর রাখবেন!