Sanjay Dutt: বলিউড নয়, কেন দক্ষিণী ছবি পছন্দ সঞ্জয়ের?

Sanjay Dutt: ‘কেজিএফ ২’ ছবি করতে গিয়ে এবং যেহেতু রাজমৌলি তাঁর খুব ভাল বন্ধু, সঞ্জয় উপলব্ধি করেছেন .....

Sanjay Dutt: বলিউড নয়, কেন দক্ষিণী ছবি পছন্দ সঞ্জয়ের?
সঞ্জয় দত্তের দক্ষিণী ছবির প্রতি প্রেম আবার সামনে এল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 12:04 PM

দক্ষিণ ভারতীয় ছবির প্রতি আজকাল বড়ই টান সঞ্জয় দত্তের (Sanjay Dutt)। এটা নিয়ে তিনি আগেও অনেকবার বলেছেন, আবার সেই কথার পুনরাবৃত্তি করলেন ধ্রুব সারজা অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’-এর টিজার লঞ্চ করতে গিয়ে। এই বছরের দক্ষিণের অন্যতম হিট ছবি ‘কেজিএফ ২’-তে অভিনয় করেন সঞ্জয়। যশ অভিনীত এই ছবিতে কাজ করতে গিয়ে তাঁর দক্ষিণের ছবির প্রতি ভালবাসা বেড়েছে। তিনি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির টিজার লঞ্চে জানিয়েছেন, আরও দক্ষিণের ছবিতে কাজ করতে চান। এটা তাঁর দক্ষিণের পরিচালকদের কাছে একটা বার্তা পাঠানো বলেই মনে করছেন নেটিজ়েনরা। কিন্তু কেন হিন্দি ছেড়ে তিনি দক্ষিণে পাড়ি দিতে চাইছেন?  সঞ্জয়ের মতে, দক্ষিণের ছবিতে এখনও হিরোইজিম টিকে রয়েছে। যেটা বলিউডে একসময় ছিল।

‘কেজিএফ ২’ ছবি করতে গিয়ে এবং যেহেতু রাজমৌলি তাঁর খুব ভাল বন্ধু, সঞ্জয় উপলব্ধি করেছেন দক্ষিণের ছবিতে অনেক আবেগ, ভালবাসা, শক্তি এবং বীরত্ব রয়েছে। তিনি মনে করেন, “বলিউডকে নিজের শিকড় ভুললে চলবে না। একসময় যা মুম্বইতে ছিল, এখন আমি তা দেখতে পারি দক্ষিণের ছবিতে। হিরোইজম ছবি এখনও ওখানেই তৈরি হচ্ছে। বলিউডে হচ্ছে না বলেই এখানে ছবি হিট করছে না”।

এই প্রথম নয়, সঞ্জয় এর আগেও জানিয়েছেন বলিউড হিরো নির্ভর ছবি না করে অন্যধারার ছবিকে ঝুঁকেছে, তখন থেকেই বলিউড সিনেমায় হিটের সংখ্যাও কমেছে।  তবে এই বছরে অক্ষয় কুমার বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, আমির খান লাল সিং চাড্ডা মতো ছবি দিয়েছেন বলিউডকে। তাও কিন্তু চলেনি। আবার বিজয় দেবেরাকোন্ডা লাইগার ছবি দিয়ে বলিউডে ডেবিউ করলেও ছবিটি হিরো হিরো নির্ভর দক্ষিণী ঘরানার ছবি। সেটাও হিট করেননি। রণবীরের শামশেরাও একই তালিকায় পড়ে। এরপরও সঞ্জয়ের মনে হয় বলিউড হিরোইজম ছবি করছেন না বলেই হিট নেই!

সঞ্জয়কে বলিউডে শেষ দেখা গিয়েছে রণবীর কাপুরের সঙ্গে ‘শামশেরা’ ছবিতে। এই ছবিও হিরোইজম নির্ভর ছিল। তা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘কেজিএফ ২’-এর পর সঞ্জয় আবার রবীনা ট্যান্ডনের সঙ্গে কাজ করতে চলেছেন ‘ঘুড়ছড়ি’ ছবিতে।