Adipurush: কেন মুগল সম্রাটদের মতো দেখতে রাবণ? সমালোচনায় মুখ খুললেন ‘আদিপুরুষ’-এর পরিচালক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2022 | 9:58 PM

Saif Ali Khan: ছবিটি নিয়ে বহুদিন থেকেই হাইপ রয়েছে তুঙ্গে। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা প্রভাসকে। রয়েছে কৃতি শ্যাননও

Follow Us

বিগ বাজেট ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেরই মতে ছবিতে লঙ্কেশ ওরফে সইফ আলি খানের (Saif Ali Khan)  লুক নাকি অনেকটাই মুগল সম্রাটের আদলে দেখানো হয়েছে। তাঁর লম্বা দাড়ি নাকি মনে করিয়ে দিচ্ছে আলাউদ্দিন খিলজির কথা। ছবির ভিএফএক্স নিয়েও শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই বলছেন রামায়ণ নয়, টিজার দেখে মনে হচ্ছে কার্টুন নেটওয়ার্ক চলছে যেন! এমতাবস্থায় মুখ খুললেন ছবির পরিচালক ওম রাউত। তাঁর সুরেই সুর মেলালেন ছবিটির লেখক মনোজ মুন্তাশির।

এক সাক্ষাৎকারে ওম বলেন, “আমাদের এই রাবণ চরিত্রগত দিক দিয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সে নিষ্ঠুর, নির্মম। আমাদের দেবী সীতাকে সে হরণ করেছে। আমাদের কাছে এই ছবিটি আক্ষরিক অর্থেই কোনও ছবি নয়। তা আমাদের কাছে শ্রদ্ধার্ঘ।” এখানেই না থেমে ওম জানান, যা সমালোচনা চলছে তা সম্পর্কে তিনি অবগত। তবে তিনি আশ্বাস দিয়েছেন জানুয়ারি মাসে যখন ছবিটি বড় পর্দায় দেখানো হবে তখন দর্শক কোনওভাবেই নিরাশ হবেন না। ওমের কথার সঙ্গে সুর মিলিয়েই লেখক মনোজ আবার সাফ জানিয়েছেন, ১ মিনিট ৩৫ সেকেন্ডের টিজার দেখে গোটা ছবিটিতে কী হতে চলেছে তা আগাম ভেবে নেওয়া একেবারেই উচিত নয়। তাঁর কথায়, “আমি জানতে চাই কোন খিলজির কপালে তিলক আঁকা রয়েছে? জানতে চাই খিলজি কবে রুদ্রাক্ষের মালা পরেছে?” রাবণের ওই লুকের সঙ্গে খিলজির সাদৃশ্য যে একেবারেই যুক্তিহীন তা পরিষ্কার করেছেন লেখক। যদিও আলোচনা চলছেই।

ছবিটি নিয়ে বহুদিন থেকেই হাইপ রয়েছে তুঙ্গে। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা প্রভাসকে। রয়েছে কৃতি শ্যাননও। এই ছবির মধ্যে দিয়েই নাকি প্রভাস ও কৃতি সম্পর্কে জড়িয়েছেন– রটেছে এ গুঞ্জনও। আগামী বছর ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে। দর্শক কতটা গ্রহণ করেন এই মহাকাব্য নির্ভর ছবি– এখন সেটাই দেখার।

 

 

 

বিগ বাজেট ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেরই মতে ছবিতে লঙ্কেশ ওরফে সইফ আলি খানের (Saif Ali Khan)  লুক নাকি অনেকটাই মুগল সম্রাটের আদলে দেখানো হয়েছে। তাঁর লম্বা দাড়ি নাকি মনে করিয়ে দিচ্ছে আলাউদ্দিন খিলজির কথা। ছবির ভিএফএক্স নিয়েও শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই বলছেন রামায়ণ নয়, টিজার দেখে মনে হচ্ছে কার্টুন নেটওয়ার্ক চলছে যেন! এমতাবস্থায় মুখ খুললেন ছবির পরিচালক ওম রাউত। তাঁর সুরেই সুর মেলালেন ছবিটির লেখক মনোজ মুন্তাশির।

এক সাক্ষাৎকারে ওম বলেন, “আমাদের এই রাবণ চরিত্রগত দিক দিয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সে নিষ্ঠুর, নির্মম। আমাদের দেবী সীতাকে সে হরণ করেছে। আমাদের কাছে এই ছবিটি আক্ষরিক অর্থেই কোনও ছবি নয়। তা আমাদের কাছে শ্রদ্ধার্ঘ।” এখানেই না থেমে ওম জানান, যা সমালোচনা চলছে তা সম্পর্কে তিনি অবগত। তবে তিনি আশ্বাস দিয়েছেন জানুয়ারি মাসে যখন ছবিটি বড় পর্দায় দেখানো হবে তখন দর্শক কোনওভাবেই নিরাশ হবেন না। ওমের কথার সঙ্গে সুর মিলিয়েই লেখক মনোজ আবার সাফ জানিয়েছেন, ১ মিনিট ৩৫ সেকেন্ডের টিজার দেখে গোটা ছবিটিতে কী হতে চলেছে তা আগাম ভেবে নেওয়া একেবারেই উচিত নয়। তাঁর কথায়, “আমি জানতে চাই কোন খিলজির কপালে তিলক আঁকা রয়েছে? জানতে চাই খিলজি কবে রুদ্রাক্ষের মালা পরেছে?” রাবণের ওই লুকের সঙ্গে খিলজির সাদৃশ্য যে একেবারেই যুক্তিহীন তা পরিষ্কার করেছেন লেখক। যদিও আলোচনা চলছেই।

ছবিটি নিয়ে বহুদিন থেকেই হাইপ রয়েছে তুঙ্গে। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা প্রভাসকে। রয়েছে কৃতি শ্যাননও। এই ছবির মধ্যে দিয়েই নাকি প্রভাস ও কৃতি সম্পর্কে জড়িয়েছেন– রটেছে এ গুঞ্জনও। আগামী বছর ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে। দর্শক কতটা গ্রহণ করেন এই মহাকাব্য নির্ভর ছবি– এখন সেটাই দেখার।

 

 

 

Next Article