Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: অভিষেকের গালে মহিলার সপাট চড়, বচ্চন-পুত্রের দোষ জানলে অবাক হবেন

Abhishek Bachchan: কী এমন করেছিলেন অভিষেক, যার জন্য এক অজ্ঞাত পরিচয়ের মহিলা তাঁকে চড় মারতে দুবার ভাবেননি।

Bollywood Controversy: অভিষেকের গালে মহিলার সপাট চড়, বচ্চন-পুত্রের দোষ জানলে অবাক হবেন
অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:51 AM

অভিষেক বচ্চন (Abhishek Bachchan), নেপোটিজমের তকমা থাকা সত্ত্বেও যিনি বারে বারে সমালোচনার মুখে পড়েছেন, এবং নেপোটিজমই যাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, তিনি অমিতাভ বচ্চনের পুত্র (Amitabh Bachchan Son)। যার ফলে প্রতিটা পদে পদে তাঁকে সতর্ক থাকতে হয় তাঁর কোনো পদক্ষেপে ভুল থেকে যাচ্ছে না তো! হয়তো নয়। তবুও ভক্তরা চুলচেরা বিচার করে থাকেন তাঁর অভিনয়গুণকে। প্রকাশ্যে বারে বারে শুনতে হয় তাঁকে বাবার থেকে ঠিক কতটা ভাল বা খারাপ অভিনয় করছেন তিনি।

আর এই প্রতিযোগিতার ভিড়ে বারে বারে নিজের অস্বিস্ত নিয়ে বেজায় সঙ্কটে পড়ছে হয়েছে অভিষেককে। নিজেকে প্রমাণ করতে করতে এক কথায় বোধহয় তিনি ক্লান্ত। একটা সময় বেশ কিছুদিনের বিরতি। তারপর আবারো ফিরলেন কাছে। নিজের মত করে নিজেকে গুছিয়ে নিয়ে বলিউডের একটা জায়গা করে নিয়েছেন ঠিকই, কিন্তু তার থেকে বোধহয় তিনি আরও একটু বেশি নিজেকে এগিয়ে রাখতে পারতেন যদি তিনি বিগ বি-পুত্র না হতেন এটা বহু ফিল্ম সমালোচকের মতামত। আর তাই তাঁর জীবনে জড়িয়ে রয়েছে একাধিক কালো অধ্যায়।

নিজেই পুরোনো স্ট্রাগেলের দিনগুলোর কথা মনে করে তিনি জানিয়েছিলেন, একবার এক মহিলার হাতও কাঁপেনি তাঁকে প্রকাশ্যে চড় মারতে, সাল ২০০২, তখন তিনি শারারাত ছবির স্ক্রিনিং নিয়ে ব্যস্ত, নিজের ছবি কেমন হয়েছে দেখে বেরনোর সময়ই পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাঁর গালে সপাটে একটা চড় মেরে বসেন। দেখে অবাক সকলেই, অবাক খোদ বচ্চনপুত্র। কারণ হিসেবে সেদিন মহিলা জানিয়েছিলেন, অভিষেক বচ্চন তাঁর বাবা ও তাঁর পরিবারের নাম নষ্ট করছে কেবলমাত্র খারাপ অভিনয় করে, এই আক্ষেপ ও অভিজ্ঞতার কথা নিজেই অভিষেক বচ্চন শেয়ার করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে। জানিয়েছিলেন, সেই মুহূর্তে তিনি কিছুই বুঝতে পারছিলেন না, ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাঁর। এভাবেই বচ্চন নামটি অভিষেকের কেরিয়ারে আজীবন এক চ্যালেঞ্জের জায়গাই হয়ে রয়ে গিয়েছে।

আরও পড়ুন- Social Media Troll: গোপনাঙ্গ ঢাকতে কখনও পাতা কখনও তোয়ালে, চুরি বিদ্যায় ফোটোশুটে ট্রোলিং ঝড়! উত্তরে কী বলেছিলেন ডাব্বু রাতনানি

আরও পড়ুন- Oscar 2022: অস্কার স্মৃতিচারণে থাকল না লতা মঙ্গেশকরের নাম, প্রতিবাদে গর্জে উঠল নেটপাড়া

আরও পড়ুন- Shocking News: বাস্তু মানেন সলমন! সেই কারণেই কি আজও অবিবাহিত তিনি! রহস্য ফাঁস করলেন নিজেই