সারা তেন্ডুলকরের পর সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill) । বলিউডে এই গুঞ্জন তুঙ্গে। কয়েকদিন আগে দুইজনকে একসঙ্গে রেস্তোরাঁতে দেখা গিয়েছিল। সেই থেকে শুরু হয় এই জল্পনা। তবে এবার আগুনে ঘি পড়েছে দুইজনকে একসঙ্গে প্রথমে একসঙ্গে হোটেল থেকে বেড়োতে এবং পরে ফ্লাইটে দেখা যায়। ব্যস, শুরু হয় আবার শুভমন এবং সারাকে নিয়ে আবার আলোচনা। যদিও সারা তেন্ডুলকর এবং শুভমন কোনও দিন নিজেদের সম্পর্ক স্বীকার করেননি। এখনও সারা আলি এবং শুভমনও তাঁদের সম্পর্ক নিয়ে চুপ। তবে পাপারৎজিদের হাত থেকে পাননি নিস্তার।
যেমন, আজ নেটিজ়েনদের তরফ থেকে দুটো ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে এসেছে। প্রথমে হোটেলের থেকে বেরোতে দেখা যায় দুইজনকে। তারপর একই ফ্লাইটে পাওয়া যায় দুইজনকে। এই দুটো ভিডিয়ো আবার ভক্ত থেকে নেটিজেনদের বিশ্বাস করাচ্ছে সারা-শুভমন সম্পর্কে রয়েছেন। ফ্লাইটে সারা ভক্তদের সঙ্গে ছবিও তোলেন।
Sara & Shubman Gill spotted together in Hotel & flight ? pic.twitter.com/AjVBCOaOTW
— Cricpedia (@_Cricpedia) October 13, 2022
শুভমন এবং সারার ভিডিয়ো সামনে আসতেই নানা মন্তব্য পাওয়া যায়। অনেকেই তাঁদের একসঙ্গে দেখে খুব খুশি হন। বলিউড আর ক্রিকেটের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে কথাও বলেন অনেকেই। সারার দাদু মনসুর আলি পতাদৌ। ক্রিকেট তাঁর পরিবারেই রয়েছে। তবে শভমনের ভক্তরা সারার সঙ্গে মোটেও ভালভাবে নেয়নি। তাঁরা বলেছেন, ভাই খেলায় মন দিন। পরবর্তীতে আপনি বিরাট কোহলির মতো বড় খেলোয়াড় হতে পারেন।
আরেকজন নেটিজ়েন ক্রিকেটার ঋষভ পন্তকে টেনে এনেছেন এই বিষয়ে। যিনি অভিনেত্রী উর্বশী রাউতোলার সঙ্গে তাঁর কথিত প্রাক্তন সম্পর্ক এবং দ্বন্দ্বের কারণে এই মুহূর্তে খবরে রয়েছেন। তিনি লিখেছেন, ” আমি আশা করব শুভমনের ঋষভ পন্তের মতো একই অবস্থা হবে না।”
এর আগে সারা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু ২০২০ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর এই বছর কফি উইথ করনে গিয়ে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ডেটিং করার ইচ্ছে প্রকাশ করেন।