Shahrukh Khan: ‘ব্রোম্যান্স’! নিজের অ্যাওয়ার্ডটাই সলমনকে দিয়ে দিয়েছিলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 31, 2023 | 1:55 PM

Shahrukh-Salman: কথায় আছে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও প্রিয় বন্ধুকে দিয়ে দেওয়া যায়। সেই কথাকে সত্যি প্রমাণ করেছিলেন শাহরুখ। নিজের পাওয়া একটি অতি মূল্যবান জিনিস তিনি দিয়ে দিয়েছিলেন সলমনকে। তা পেয়ে চোখে জল ধরে রাখতে পারেননি ভাইজান। শাহরুখের এই বন্ধুত্ব তিনি কোনওদিনও ভোলেননি।

Shahrukh Khan: ব্রোম্যান্স! নিজের অ্যাওয়ার্ডটাই সলমনকে দিয়ে দিয়েছিলেন শাহরুখ
সলমন খান- সলমন খানের সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে ভয়ানক অভিজ্ঞতা শাহরুখ খানের। অভিনেতা জানান, নাক ডাগার ঠেলায় তিনি বাধ্য হয়েছিলেন সলমন খানকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিতে। যাতে তিনি থামেন ও তাঁর ঘুম ভাঙেন।

Follow Us

একটা সময় বলিউডের তিন খান–অর্থাৎ, শাহরুখ, আমির, সলমনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। আমির-শাহরুখের মধ্যে টক-ঝাল-মিষ্টি সম্পর্ক হলেও, সলমন এবং শাহরুখের সম্পর্ক মধুর থেকে মধুরতম হয়েছে। একটা সময় রাখি গুলজ়ার অভিনীত ‘করণ-অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ এবং সলমন। সেই ছবির নিদর্শন এখনও সকলকে দিয়ে থাকেন এই দুই মহাতারকা। ২০২১ সালে শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হন। তাঁকে মুম্বইয়ের আর্থার রোডের জেলে রাখা হয়। সেই সময় শাহরুখের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন সলমন। তাঁরা আবার একে-অপরের ছবিকেও সমর্থন করছেন ভীষণরকম। জানেন কী? একবার নিজের অ্যাওয়ার্ড সলমনের হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ।

১৯৯৪ সালের কথা। একটি বড় অ্যাওয়ার্ড শোতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন শাহরুখ খান। আপাদমস্তক সাদা স্যুটে মঞ্চে দাঁড়িয়েছিলেন কিং খান। সেই অ্যাওয়ার্ড পেয়ে মাইক হাতে তুলে নিয়েছিলেন তিনি। পিছনে দাঁড়িয়েছিলেন তাঁর সহকর্মী কাজলও। অ্যাওয়ার্ড পেয়ে নিজের মনের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কিং। তখনই তিনি বলেছিলেন, “আমার এক বন্ধু আছে, যে বারবারই বলতে থাকে, সব সময় সব অ্যাওয়ার্ড আমাকেই দেওয়া হয় আর সে কিছুই পায় না। বন্ধু আজ তোমাকে বলতে চাই, আমার এই অ্যাওয়ার্ড তোমারই। তারপর শাহরুখ সলমনকে ডেকে নেন পুরস্কার বিতরণীর মঞ্চে। ধূসর স্যুট পরা রোগা সলমন দৌড়ে চলে যান মঞ্চে। শাহরুখের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে অঝোরে কেঁদে ফেলেন তিনি।

২০২৩ সালের শুরুতে মুক্তি পায় শাহরুখ খানের ছবি ‘পাঠান’। স্পাই ইউনিভার্সের আরও এক ফ্রাঞ্চাইজ়ি ‘টাইগার’-এ সলমনই সব। ‘পাঠান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সলমন, যাতে বন্ধু শাহরুখের ছবি আরও বেশি ডানা পায় ওড়ার। একইভাবে সলমনের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’তে ক্যামিও চরিত্র দেখা যাবে শাহরুখকেও। এ যেন হাতে-হাত ধরে আরও বেঁধে-বেঁধে থাকা!

Next Article