দেখুন Gallery: শুধু এক ফিল্মেই সুপারহিট! বলিউডের ৭ ‘ওয়ান হিট ওয়ান্ডার’ তারকা

এক ছবিতেই তাঁরা নাম-যশ-খ্যাতি কামিয়েছেন। দর্শকদের প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন বলিউডের ৭ তারকা। দেখুন গ্যালারি।

| Edited By: | Updated on: Jul 13, 2021 | 5:57 PM
লাভ স্টোরি (১৯৮১) ছবিতে কুমার গৌরবের অভিনয়ের সূচনা। যা বক্স-অফিসে সুপারহিট হয়ে যায় এবং ইন্ডাস্ট্রিতে রাতারাতি সাফল্য এনে দেয়। কিন্তু তারপর বক্স-অফিসে তার পরবর্তী ফিল্মের একের পর এক ব্যর্থতা তাঁকে আর সাফল্যের মুখ দেখাতে পারেনি।

লাভ স্টোরি (১৯৮১) ছবিতে কুমার গৌরবের অভিনয়ের সূচনা। যা বক্স-অফিসে সুপারহিট হয়ে যায় এবং ইন্ডাস্ট্রিতে রাতারাতি সাফল্য এনে দেয়। কিন্তু তারপর বক্স-অফিসে তার পরবর্তী ফিল্মের একের পর এক ব্যর্থতা তাঁকে আর সাফল্যের মুখ দেখাতে পারেনি।

1 / 7
সূরয বারজাতিয়ার ছবি। বিপরীতে সলমন খান। সুপারডুপার হিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ছবিতে অভিনয়ের পর থেকে দর্শক ভেবে ফেলেছিলেন ভাগ্যশ্রী একেবারে গার্ল নেক্ট ডোর। কিন্তু তারপর সবাইকে অবাক করে ভাগ্যশ্রী বিয়ে করে ফেলেন ব্যবসায়ী হিমালয়া দাসানিকে।

সূরয বারজাতিয়ার ছবি। বিপরীতে সলমন খান। সুপারডুপার হিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ছবিতে অভিনয়ের পর থেকে দর্শক ভেবে ফেলেছিলেন ভাগ্যশ্রী একেবারে গার্ল নেক্ট ডোর। কিন্তু তারপর সবাইকে অবাক করে ভাগ্যশ্রী বিয়ে করে ফেলেন ব্যবসায়ী হিমালয়া দাসানিকে।

2 / 7
একতা কাপুরের ধারাবাহিক ‘কহি তো হোগা’-র মাধ্যমে রাজীব খান্ডেলওয়াল ছোট পর্দায় নাম অর্জন করেন। ২০০৮ সালে ‘আমির’ নামে এক থ্রিলারে অভিনয় করেন। কিন্তু তারপর আর মনে রাখার মতো কাজ করেননি রাজীব।

একতা কাপুরের ধারাবাহিক ‘কহি তো হোগা’-র মাধ্যমে রাজীব খান্ডেলওয়াল ছোট পর্দায় নাম অর্জন করেন। ২০০৮ সালে ‘আমির’ নামে এক থ্রিলারে অভিনয় করেন। কিন্তু তারপর আর মনে রাখার মতো কাজ করেননি রাজীব।

3 / 7
ছোট পর্দায় অভিনয়ের ডেবিউ। অভিনয় দক্ষতা ভাল। তবে ‘লগান’-এ দর্শক গ্রেসি সিংয়ের অভিনয়ে পছন্দ করেছিলেন। কিন্তু ‘মুন্নাভাই এমবিবিএস’-এ নিজের পারফর্ম্যান্স ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

ছোট পর্দায় অভিনয়ের ডেবিউ। অভিনয় দক্ষতা ভাল। তবে ‘লগান’-এ দর্শক গ্রেসি সিংয়ের অভিনয়ে পছন্দ করেছিলেন। কিন্তু ‘মুন্নাভাই এমবিবিএস’-এ নিজের পারফর্ম্যান্স ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

4 / 7
১৯৯০ সালে তাঁকে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার ‘আশিকী’তে প্রথম দেখা গিয়েছিল রাহুল রায়কে। প্রত্যেকে তাঁর চকোলেট বয় চেহারা দেখে প্রেমেও পড়েছিল। প্রত্যাশা বাড়ছিল কিন্তু রাহুল রায়ের কেরিয়ার শুধুমাত্র নিচের দিকে পিছলে গিয়েছে।

১৯৯০ সালে তাঁকে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার ‘আশিকী’তে প্রথম দেখা গিয়েছিল রাহুল রায়কে। প্রত্যেকে তাঁর চকোলেট বয় চেহারা দেখে প্রেমেও পড়েছিল। প্রত্যাশা বাড়ছিল কিন্তু রাহুল রায়ের কেরিয়ার শুধুমাত্র নিচের দিকে পিছলে গিয়েছে।

5 / 7
প্রথম ছবিতেই কোস্টার কিং খান। ‘স্বদেশ’ (২০০৪) ছবিতে দুর্দান্ত অভিনয়ও করেছিলেন গায়েত্রী যোশী। তবে প্রযোজকদের নজড় কাড়তে পারেননি অভিনেত্রী!

প্রথম ছবিতেই কোস্টার কিং খান। ‘স্বদেশ’ (২০০৪) ছবিতে দুর্দান্ত অভিনয়ও করেছিলেন গায়েত্রী যোশী। তবে প্রযোজকদের নজড় কাড়তে পারেননি অভিনেত্রী!

6 / 7
কাপুর পরিবারের সন্তান তিনি। দর্শক তো আসা করবেই। কিন্তু রাজীব কাপুরের ক্ষেত্রে সে সব খাটেনি। একটা ছবিতে তাঁকে মনে রেখেছেন দর্শক। ‘রাম তেরি গঙ্গ মইলি’।

কাপুর পরিবারের সন্তান তিনি। দর্শক তো আসা করবেই। কিন্তু রাজীব কাপুরের ক্ষেত্রে সে সব খাটেনি। একটা ছবিতে তাঁকে মনে রেখেছেন দর্শক। ‘রাম তেরি গঙ্গ মইলি’।

7 / 7
Follow Us: