অত পয়সাই নেই আমার, তাই ছেলেকে বলিউডে লঞ্চ করিনি: পরেশ রাওয়াল
প্রসঙ্গত, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্ক্রিপরাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য। London International School of Performing Arts-এ করেছেন অভিনয় নিয়ে কোর্সও।
নিজের যোগ্যতাতেই বলিউড জার্নি শুরু করেছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। সেলিব্রিটি বাবা, অন্যান্য স্টারকিডদের মতো ছেলেকে কেন বলিউডকে লঞ্চ করলেন না পরেশ? মুখ খুললেন অভিনেতা। তাঁর সাফ জবাব বলিউডে ছেলেকে লঞ্চ করতে যে পরিমাণ পয়সার দরকার হয় তা তাঁর কাছে নেই, তার চেয়ে নিজের যোগ্যতায় ছেলে কাজ করছে, বাবা হিসেবে এই তাঁর কাছে অনেক।
আদিত্য তাঁর বলি জার্নি শুরু করেছিলেন সহ চিত্রনাট্যকার হিসেবে। সঞ্জয় দত্ত এবং অর্জুন কাপুর অভিনীত পানিপথে ওই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গত বছর ‘বামফাড়’ নামক জি-ফাইভ অরিজিনালস দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর। সম্প্রতি হংসল মেহতার ছবিতেও ব্রেক মিলেছে আদিত্যর। কুনাল কাপুরের ছেলে এবং শশী কাপুরের নাতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।
View this post on Instagram
গর্বিত বাবা পরেশের কথায়, “আমি আমার ছেলেকে বলিউডে লঞ্চ করিনি কারণ আমার কাছে সেই পরিমাণ অর্থও নেই। ছেলেকে লঞ্চ করতে গেলে একটা বেশ বড় রকমের মেশিনারি দরকার। নিজের পরিশ্রমের দাঁড়া ও জায়গা করে নিচ্ছে। হংসল মেহতার সঙ্গে কাজে করবে। ওর কাজই ওকে আগামীর কাজ পাইয়ে দিচ্ছে। বাবার সুপারিশ ওর দরকার হয় না।
প্রসঙ্গত, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্ক্রিপরাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য। London International School of Performing Arts-এ করেছেন অভিনয় নিয়ে কোর্সও।
আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়