Shah Rukh-Salman: কেবল সলমনের কেমিও নয়, সলমন ভক্তদের বড় উপহার দিতে চলেছে ‘পাঠান’, থাকছে কোন চমক?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 21, 2023 | 9:27 AM

Kisi Ki Bhai Kisi Ki Jaan Teaser: শাহরুখ খানের পাশাপাশি যারা সলমন খানের ছবির জন্যও অধীর আগ্রহে বসে আছেন, তাঁরা এবার পাঠান ছবি দেখলেই সঙ্গে পেতে পারেন বাড়তি উপহার।

Shah Rukh-Salman: কেবল সলমনের কেমিও নয়, সলমন ভক্তদের বড় উপহার দিতে চলেছে পাঠান, থাকছে কোন চমক?

Follow Us

শাহরুখ খান ভক্তদের কাউন্ট ডাউন এবার শেষ পর্যায়। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী বুধবার থেকেই পর্দায় রাজত্ব করবেন শাহরুখ খান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া পাঠান-এর প্রতিটা খবরের মাঝে এবার আরও এক চমকের খবর এল সামনে। চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। ফলে তাঁকে নিয়ে সর্বত্রই চর্চা তুঙ্গে। একের পর এক খোলস ছেড়ে বেরচ্ছে নয়া নয়া চমক, তবে শাহরুখের এই ছবিতে যে থাকতে চলেছেন সলমন খান, তা নিয়ে নতুন করে আর বলার কিছু থাকে না। দস্তুর সময় দিয়েই পাঠান ছবির পাশে থেকেছেন সলমন খান। তবে সলমন খানের ভক্তদের জন্য সুখবর এখানেই ইতি নয়। সলমনের নতুন ছবির টিজ়ারও এবার পাঠান-এর দখলে। ভাইজানের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির টিজ়ার দেখতে হলেও দেখাতে হবে পাঠান। কারণ এই ছবির সঙ্গেই দেখান হবে সলমন খানের ছবির টিজ়ার।

তাই শাহরুখ খানের পাশাপাশি যারা সলমন খানের ছবির জন্যও অধীর আগ্রহে বসে আছেন, তাঁরা এবার পাঠান ছবি দেখলেই সঙ্গে পেতে পারেন বাড়তি উপহার। চলতি বছরে ঈদে মুক্তি পেতে চলেছে সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী শেহনাজ় গিল।

২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। সলমন খানের ভক্তদের মনেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবি নিয়ে চর্চা। ভারত ছবি মুক্তির পর থেকে সেভাবে বক্স অফিসে জায়গা করতে দেখা যায়নি সলমন খানকে। সেই শেষ হিট হওয়া ছবি, তারপর থেকে দুবার (একবার ওটিটি রাধে, পর্দায় অন্তিম)।

তবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির টিজ়ার এখনও সামনে আসেনি কেন, বা কেন এত দেরি হচ্ছে, তার উত্তর খুঁজছিলেন ভাইজান ভক্তরা। এবার পাঠান ছবির সঙ্গে টিজ়ার মুক্তির খবর সামনে আসতেই তা সকলের নজর কাড়ে। ফলে পাঠান ঘিরে এবার দুই খান ভক্তদেরই কৌতুহলের পারদ তুঙ্গে।

Next Article