Poonam Pandey: পোশাক খোলার প্রতিশ্রুতি দিতেই আজব কাণ্ড, সর্বোচ্চ ভোট পেলেন পুনম!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 04, 2022 | 7:35 PM

Poonam Pandey: কঙ্গনা রানাওয়াত রবিবার জানিয়েছেন, এই সপ্তাহে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পুনম। আর সবচেয়ে কম ভোট রয়েছে পায়েল রোহত্যাগীর কপালে। এরপরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন পায়েল।

Poonam Pandey: পোশাক খোলার প্রতিশ্রুতি দিতেই আজব কাণ্ড, সর্বোচ্চ ভোট পেলেন পুনম!
পুনম পাণ্ডে।

Follow Us

প্রতিযোগীদের একাংশ মনে করেছিলেন এই সপ্তাহেই কঙ্গনা রানাওয়াতের শো লকআপ থেকে বাদ পড়বেন অন্যতম প্রতিযোগী পুনম পাণ্ডে। কিন্তু কাজ করে গেল পুনমের ট্রিক। বাদ পড়ে যাওয়া তো দূর কি বাত, বরং এই সপ্তাহে সবচেয়ে বেশি ভোট পেলেন তিনি। আর তাতেই অবাক শো’র প্রতিযোগীরাই। প্রশ্ন তুলেছেন শো’র ‘ন্যারেটিভ’ নিয়েও।

কঙ্গনা রানাওয়াত রবিবার জানিয়েছেন, এই সপ্তাহে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পুনম। আর সবচেয়ে কম ভোট রয়েছে পায়েল রোহত্যাগীর কপালে। এরপরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন পায়েল। তিনি বলেন, “… কীভাবে পুনম সবচেয়ে বেশি ভোট পেতে পারে দর্শকের এমন ট্রিকই পছন্দ নাকি “। যদিও খুশি পুনম। তিনি বলেছিলেন বটম লাইন থেকে বাঁচিয়ে নিতে কিন্তু বদলে সবচেয়ে বেশি ভোট, নিজেও ভাবতে পারেননি পুনম।

কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি? তিনি ছিলেন ‘ডেঞ্জার জোনে’। শো থেকে বাঁচতে তাঁকে বলতে শোনা যায়, “যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়”। তাঁকে বলতে শোনা যায়, “যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়”।

এরোটিক স্টার হিসেবে পরিচিত পুনম। তাঁর নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপে নিজের নানা ধরনের প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিয়ো পোস্ট করে থাকেন তিনি। এর আগেও বহুবার ক্যামেরার সামনে পোশাক খুলেছেন তিনি। তবে এই রিয়ালিটি শো’য়ে এসে পুনম জানিয়েছিলেন নিজের ওই এরোটিক মডেলের তকমা বাইরেও যে পুনম লুকিয়ে রয়েছে সেই পুনমকেই দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। কিন্তু বস্তুত এই শো’তেও নিজের পুরনো তকমা কাজে লাগিয়ে ভোট চাওয়াটাকে খুব একটা ভাল চোখে দেখেননি নেটিজেনদের একটা বড় অংশ। হয়েছিল সমালোচনাও। তবে ভোটের ফলাফল বলছে অন্য কথা। পোশাক খুলব বলতেই এত্ত ভোট! প্রশ্ন উঠে যাচ্ছে মানসিকতা নিয়েও।

 

আরও পড়ুন- আলিয়ার বাড়ি থেকে বাড়ছে বিয়ে নিয়ে চাপ, কেন রাতারাতি বিয়ের প্রস্তুতিতে মরিয়া দুই পরিবার!

Next Article