বি-টাউনে গুঞ্জন প্রভাস এবং কৃতি শ্যানন একে অপরকে ডেট করছেন। হঠাৎ কেন এমন গুঞ্জন? এর শুরু করণ জোহরের শো কফি উইথ করণ ৭ থেকে। যেখানে কৃতি কোনও সেলেবকে ফোন করতে হবে রাউন্ডে প্রভাসকে একটি কল করেছিলেন, সেই থেকেই শুরু। তখন থেকেই ‘আদিপুরুষ’ ছবির দুই অভিনেতাকে ভক্তরা নতুন দম্পতি হিসেবে দেখার জন্য অধীর আগ্রহ দেখাতে শুরু করেছেন। একটি সূত্র প্রকাশ করেছে যে, কৃতী এবং প্রভাস ‘আদিপুরুষ’ ছবির সেটে প্রথম দিন থেকেই অত্যন্ত ভাল বন্ধনে আবদ্ধ হয়েছেন৷ সবাই অবাক হয়েছিলেন যে প্রভাসের মতো লাজুক মানুষ কৃতির সঙ্গে খোলামেলা কথা বলছেন এবং তাঁর সঙ্গে নানা কথোপকথনে লিপ্ত হয়েছেন৷ বন্ধুত্বের মধ্যে বিশেষ কিছু আছে তাতে কারও সন্দেহ নেই। কিন্তু দুইজনেই তাড়াহুড়ো করতে নারাজ। যতক্ষণ না তাঁরা উভয়ই নিশ্চিত হচ্ছেন নিজেদের সম্পর্ক নিয়ে, ততক্ষণ বিশ্বের কাছে কিছু জানাতে চান না।
“প্রভাস এবং কৃতি একে অপরের সঙ্গে সেটে সময় কাটাতে পছন্দ করতেন। তাঁরা সৃজনশীলভাবেও তাঁদের প্রথম ছবিতে একসঙ্গে জড়িত পরামর্শ নিতেন যে দৃশ্যটি ভাল ছিল কি না তা নিয়ে। যদি শট একজনের পছন্দ না হতো তবে তাঁদের মধ্যে যে কেউ সেটি পুনরায় শ্যুট করতে চান জানালে অপর জন মেনে নিতেন,” যোগ করেছেন সূত্র। প্রভাস-কৃতি সম্পর্ক নিয়ে আরও যা জানা গিয়েছে তা হল, “মাস খানেক আগে সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে তারপরও তাঁদের বন্ধন এখনও অটুট রয়েছে। তাঁরা একে অপরকে কখনও কল বা বার্তা দিতে ভোলেন না, যা প্রমাণ করে যে তাঁদের একে অপরের প্রতি পারস্পরিক একটা শ্রদ্ধা রয়েছে। তবে এটিকে এখনও একটি সম্পর্ক বলাটা খুব দ্রুত হবে। সহ-অভিনেতারা তাঁদের ছবির শুটিং করার সময় বা এমনকি তাঁদের একসঙ্গে প্রচার করার সময় যুক্ত হওয়া খুব সাধারণ কিন্তু কৃতি এবং প্রভাসের ব্যাপারটা আলাদা। তাঁদের প্রকৃতপক্ষে একে অপরের প্রতি একটি শক্তিশালী অনুভূতি আছে, শুধুমাত্র চান এটি স্বাভাবিকভাবে এগোক, কোনও তাড়াহুড়ো করতে চান না, এমনটাই জানা গিয়েছে।
প্রভাস কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে জল্পনা বরাবরই তুঙ্গে ছিল। অনেকের ধারণা ছিল তিনি অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর মাঝে উঠে এল কৃতির নাম। অন্যদিকে কার্তিকের সঙ্গে কৃতিকে নিয়েও ছিল জল্পনা। তবে এখন সব ওলট-পালট নতুন সূত্রের খবরানুযায়ী। আর এটা যদি সত্যি হয় দুইজনের ভক্তরাই হবেন খুব খুশি। ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস-কৃতি রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন। যদি এই ছবি করতে গিয়ে বাস্তবে তাঁরা সম্পর্কে জড়ান, তাহলে তা সিনেমা হলেও প্রভাব ফেলবে। আগামী বছর ২০২৩ সালের ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা।