Prabhas confesses: বাহুবলির সাফল্য তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ছবি মুক্তির আগে চাপ নিয়ে সরব প্রভাস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 09, 2022 | 7:02 PM

Prabhas On Release: হাতে মাত্র একটা দিন। রাধে শ্যাম মুক্তির আগেই প্রমোশনে এবার বাহুবলির সাফল্য নিয়ে মুখ খুললেন প্রভাস।

Prabhas confesses: বাহুবলির সাফল্য তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ছবি মুক্তির আগে চাপ নিয়ে সরব প্রভাস

Follow Us

ছবির বক্স অফিস (Box Office) মাইলেজ এক ধাক্কায় বাড়িয়ে দেয় অভিনেতার প্রতি দর্শকদের খিদে। একের পর এক ছবি ঘিরে ভালো কিছু পাওয়ার আশাটাই যেন অভিনেতা বা নির্মাতাদের কাছে হয়ে ওঠে বেজায় চ্যালেঞ্জের। এই প্রতিযোগিতা নিজের সঙ্গে নিজের, এই লড়াই নিজেকে ছাপিয়ে কিছু ভালো উপস্থাপনার, তবে পান থেকে চুনটি খসলেই বিপদ। নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে নিরাশ হতে হয়। ঠিক এমনই জটিল পরিস্থিতির শিকার বর্তমানে দক্ষিণী সুপারস্টার প্রভাস। একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। কিন্তু বাহুবলি ছবি ঘিরে থাকা উত্তেজনার পারদ এক কথায় ঝড় তোলে সিনে দুনিয়ায়, তা বর্তমানে এক ট্রেন্ড সেটার।


আর সেই থেকেই প্রভাসকে (South Superstar Probhas) ঘিরে সকলের চাহিদা এক ধাক্কায় তুঙ্গে, আর ঠিক এই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা প্রভাস। হাতে মাত্র আর একটা দিন, মুক্তি পেতে চলেছে পূজা ও প্রভাস অভিনীত ছবি রাধে শ্যাম (Radhe Shyam)। তারই আগে প্রভাসের স্মৃতিতে বাহুবলি ছবি। এস এস রাজামৌলির ছবি মানেই এক বড় প্রযোজনা, সেই তালিকাতে বাহুবলি সেরার সেরা। আজও ছবির মুক্তির দিন কাছে আসলে তুলনামুলক সমালোচনায় পড়তে হয় প্রভাসকে, প্রসঙ্গ বহুবলির মত হিট কি হবে ছবি! তিনি জানান, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বর্তমান। ছবির জন্য কোনও একটা হিট ফর্মুলা থাকতে পারে না। প্রতিটা মানুষই ভালো কাজ চায়। দেশের সর্বত্র ভালো অভিনেতা ছড়িয়ে রয়েছে। তবে ভালো কাজটাই মূল বিষয় হয়ে ওঠে, বলে প্রভাসের মত।

প্রভাস আরও জানান, তাঁর ভক্তরা তাঁকে বাহুবলি ছবিতে যে ভালোবাসা দিয়েছে, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। এরপর সাহো পর্ব, হিট ছবির তালিকায় অ্যাকশন থাকলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। কিন্তু প্রভাস চায় ভিন্ন ভিন্ন জ্যঁরের ছবি করতে। আর তাই রাধে শ্যামের ফ্রেম জুড়ে ভরপুর রোম্যান্স। পাশাপাশি প্রভাস আরও জানান, যে কম বাজেটের ছবি হলে তবুও প্রথম দিন ভালো চললে বা প্রথম কয়েকদিন চললেই কিছুটা বিপদ কাটিয়ে ওঠা যায়, বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বড় বাজেটের ছবির ক্ষেত্রে, একটা ছবি হিট হওয়াই যথেষ্ট নয়, পাশাপাশি বিভিন্ন ভাষাভাষির মানুষেরা তা দেখুক, এটাও কাম্য থাকে এক অভিনেতার। প্রভাস নিজেকে সব রকমের ছবির জন্য তৈরি করছে, কোনও দিন হয়তো তিনি আর্ট ছবিও করবেন বলেও ছবির প্রমোশনে দাবী করেন প্রভাস।

আরও পড়ুন- Viral Photo: সলমন সোনাক্ষী বিয়ের ভাইরাল ছবির পেছনের রহস্যে বরুণ, নেটপাড়ার গোপন তথ্য ফাঁস

Next Article