ভক্তের ধৈর্যের বাঁধ ভেঙে ভার্চ্যুয়াল বিয়ে (Salman Khan Wedding Photo)। বিষয়টা ঠিক কেমন! সলমন খান মানেই ভক্তদের মনে একটাই প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়বেন সলমন খান (Salman Khan)। বি-টাউনের এই হ্যানসম ব্যাচেলরের বিয়ের খবরের অপেক্ষায় আজও দিনগুণছেন ভক্তমহল। আর তাই এবার আবেগের বশে নেটদুনিয়াই বিয়ে দিয়ে দিল সলমন খান ও সোনাক্ষী সিনহার। তবে সোনাক্ষী সিনহা হলেন সলমন খানের এক কথায় সিরিজ বউ। বিষয়টা কেমন! ছবির প্রসঙ্গ দাবাং, সেখানেই সোনাক্ষীর সঙ্গে চুটিয়ে সংসার করতে দেখা যায় চুলবুল পান্ডেকে। তবে এবার নেট পাড়ায় এই জুটির বিয়ের ছবি বেশ কিছুদিন ধরে ভাইরাল (Viral Fake Image)।
ভাইজানের ওপর থেকে আস্থা হারিয়েছে ভক্তকূল, বিয়ে বোধহয় সলমন খান আর করবেন না, তাই নানান প্রকারে নিজেরাই সলমন খানের বিয়ে দিতে উদ্যোগী হয়ে উঠল নেট দুনিয়া। সদ্য ভাইরাল হওয়া সলমন খান ও সোনাক্ষী সিনহার এই বিয়ের ফেক ছবি ভাইরাল। তবে এর সঙ্গে বরুণ ধাওয়ানের সংযোগ কোথায়! কেন উঠে আসছে তাঁর নাম। উত্তর খুঁজে বার করল সেই নেট দুনিয়াই। ছবিটি আসলে সলমন খান ও সোনাক্ষী সিনহার নয়। বরং একটু পিছিয়ে গেলে উত্তরটা পাওয়া বেজায় সহজ, ছবিটি বরুণ ধাওয়ান ও নাতাশার বিয়ের ছবি। সেখানেই সলমন খান ও সোনাক্ষী সিনহার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে সলমন খান একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর মুক্তি পাওয়া শেষ দুই ছবি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি। এমন কি দাবাং সিরিজের শেষ ছবিও বক্স অফিসে সেভাবে আয়ের মুখ দেখেনি। বর্তমানে টাইগার থ্রি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। তবে বিয়ে নিয়ে নেই কোনও আপডেট খবর। সেই দুঃখেই দুধের স্বাদ এবার ঘোলে মেটাচ্ছে ভক্তরা। ফেক ছবি বানিয়েই বর বেশে ভাইজানকে দেখে সন্তুষ্ট তারা। তার জেরেই বর্তমানে নেট দুনিয়ায় ট্রেন্ডে খান। বি-টাউনে একের পর এক বিয়ের সানাই বেজে চলেছে, সেই তালিকায় এবার ভক্তদের দৌলতে নাম সলমন খানের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই ছবির রহস্য ভেদ করতেই সামনে আসে বরুণ ধাওয়ানের নাম। কারণ বিয়ের আসর থেকে সাজ, পোশাক, সবটাই তাঁর, শুধু ফোটোশ্যপে ধাওয়ান হলেন খান, সেই ছবিও এখন হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে সর্বত্র।
আরও পড়ুন- Viral Shweta Tiwari- সমাজের অস্বস্তিকে বুড়ো আঙুল, প্রকাশ্যে স্তন্যপানে করানোতে আপত্তি নেই শ্বেতার