Shah Rukh Khan: রবিবার সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন শাহরুখ…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 09, 2023 | 5:21 PM

Jawan: চলতি বছরই জওয়ান ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে সামনে এসেছে শাহরুখ খানের লুক। যদিও এই ছবিতে শাহরুখ খানের মুখ দেখা যায়নি, প্রকাশ্যে আসেনি কিং খানের লুক।

Shah Rukh Khan: রবিবার সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন শাহরুখ...

Follow Us

রবিবার ভক্তদের চমকে দিলেন শাহরুখ খান। টানা চার বছর পর পর্দায় ফিরে চলতি বছরের শুরুতেই ঝড় তুলেছিলেন বাদশা। হাজার কোটির দরজায় এই প্রথম কোন হিন্দি ছবি পৌঁছে যায়। পাঠান ছবির জনপ্রিয়তা দেখেন ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কবে আবার পর্দায় ফিরছেন শাহরুখ খান! বলিউড বক্স অফিসের ক্ষেত্রেও এখন তিনিই যেন ভরসা। সলমন খান, আমির খান একে একে বিগ স্টারদের ছবি মুক্তি পেলেই শাহরুখ খানের আয়ের ৫০ শতাংশও ঘরে তুলতে পারেননি তাঁরা। তাই এখন লক্ষ্মী লাভের জন্য ও বক্স অফিস ছন্দে ফেরানোর জন্য ভরসা জওয়ান। চলতি বছরই জওয়ান ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে সামনে এসেছে শাহরুখ খানের লুক। যদিও এই ছবিতে শাহরুখ খানের মুখ দেখা যায়নি, প্রকাশ্যে আসেনি কিং খানের লুক।

তা নিয়ে বেজায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। মুখে ব্যান্ডেজ বেঁধে, পোস্টারে হাজির ছিলেন শাহরুখ খান। তবে থেকেই চলছে অপেক্ষার পালা। কবে মুক্তি পাবে শাহরুখ খানের ছবির টিজার? যেখানে প্রথম ধরা দেবেন তিনি এই ছবির লুকে। অপেক্ষা দীর্ঘ হলেও অবশেষে স্বস্তির খবর শোনালেন শাহরুখ খান। না, আর বেশি অপেক্ষা নয়, শীঘ্রই এবার মুক্তি পেতে চলেছে ছবি প্রিভিই টিজ়ার। রবিবার এমনই খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ১১ জুন বেলা সাড়ে দশটায় মুক্তি পাবে শাহরুখ খানের ছবির প্রথম টিজ়ার ক্লিপিং। খবর সামনে আসতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

সোশ্যাল মিডিয়া এই পোস্ট দেখামাত্রই কমেন্ট সেকশনে উপচে পড়ল ভক্তদের উত্তেজনা। যদিও শাহরুখ খান এখন ডানকি ছবির কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতিতেই তিনি উড়ে যাবেন দুবাইতে। সেখানে ছবির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্স শুট হওয়ার কথা। এই ছবির কাজ শেষ করে পরবর্তী ছবির কাজে হাত দেবেন তিনি। একদিকে যেমন চার বছরের বিরতি নিয়েছিলেন কিং খান, ঠিক তেমনই আবার কামব্যাকের পর ঝড় তুললেন শাহরুখ। তাই একের পর এক ছবি এখন পাইপলাইনে। শোনা যাচ্ছে ডানকি পরবর্তী ছবিতে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গেই পর্দায় আসতে চলেছেন। তাই সেই ছবি নিয়ে ভক্তদের মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

Next Article