Priyanka Chopra: বলিউডের টানেই কি দেশের বুকে ‘দেশি গার্ল’, প্রিয়াঙ্কার ফেরাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2022 | 5:57 PM

Trolling: মায়ের সঙ্গেও বেশ কিছুটা একান্তে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ফলে বিটাউন ভক্তদের জন্য এখনই কোনও সুখবর নেই বলেই মিলছে খবর।

Priyanka Chopra: বলিউডের টানেই কি দেশের বুকে দেশি গার্ল, প্রিয়াঙ্কার ফেরাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

Follow Us

টানা তিন বছর পর দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর নিককে নিয়ে বাড়িতে সময় কাটিয়ে গেলেও করোনা ও নানা কারণ বশত গত তিন বছর তাঁর আর বাড়ি ফেরা হয়ি। সেই কারণেই এবার দেশে ফেরার প্ল্যান করা মাত্রই বেজায় খুশি প্রিয়াঙ্কা চোপড়া। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট। দেশের বুকে দেশি গার্ল। ভক্তরাও বেশ আনন্দিত এই উপলক্ষ্যেই। তবে কোথাও গিয়ে যেন নেটিজ়েনদের তোপ থেকে রেহাই পেলেন না প্রিয়াঙ্কা চোপড়া। এতো দিন পর কেন কেন ফিরছেন তিনি, বিশেষ কোনও কারণ! না কি কেবলই পরিবার ও দেশের টান।

নেটিজ়েনদের মত তিনি নাকি সঞ্জয়লীলা ভনশালির সঙ্গেই দেখা করার কথা তাঁর। সেই সূত্রেই এসেছেন তিনি। বলিউডে বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। সঞ্জয়লীলা ভনশালির সঙ্গে তাঁর শেষ করা কাজ বাজিরাও মস্তানি ছবি। আবারও কি ফিরছে বলিউডের পর্দায় পিগি চপস! প্রশ্ন ওঠা মাত্রই বি-টাউন সূত্রে মিলল খবর। না, প্রিয়াঙ্কা এখনই ফিরছেন না বলিউডে।

তিনি কারুর সঙ্গেই কোনও দেখা করার পরিকল্পনা করছেন না। তিনি কেবল পরিবারের কাছেই ফিরেছেন। সঙ্গে মেয়েকে নিয়েই এসেছেন তিনি। পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে চান তিনি। মায়ের সঙ্গেও বেশ কিছুটা একান্তে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ফলে বিটাউন ভক্তদের জন্য এখনই কোনও সুখবর নেই বলেই মিলছে খবর। যদিও এই প্রসঙ্গে একাধিকবার বিতর্কের শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন যে কেউ কেউ হলিউড ঘুরে আসে কেবল নিজের দর বাড়ানোর জন্য। বলিউডে এসে আকাশ ছোঁয়া দর হেঁকে বসেন তাঁরা। যদিও প্রিয়াঙ্কার নাকি তেমন কোনও পরিকল্পনাই নেই। এখনই ফিরছেন না তিনি বলিউডে। ইটাইমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী তেমনটাই খবর স্পষ্ট বর্তমানে।

Next Article