শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৭তম জন্মদিন কাল, ২ নভেম্বর। গত বছর মাদক-কাণ্ডে ধৃত ছেলে আরিয়ান খানকে নিয়ে সমস্যায় ছিলেন, তা-ই জন্মদিন পালন করেননি বাদশা। এবার সেসব অতীত। ভক্তরা তাঁদের গুরুর জন্মদিন পালন করতে ২দিন আগে থেকেই জড়ো হচ্ছেন ‘মন্নত’-এর সামনে। এই অবধি ঠিক ছিল, কিন্তু এবার বিষয়টা দেশ ছেড়ে বিদেশের দিকে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আসছেনই ভক্তরা, পাশাপাশি বিদেশ থেকেও আসছেন। সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, জুরিখ-দেশের তালিকাটাও মন্দ নয়। সেখান থেকেও উড়ে আসছেন ভক্তরা শাহরুখকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে। কিং খানের ভক্তরা যে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন সেই বিষয়ে কারও কোনও সন্দেহ নেই। সে তিনি যখন শুটিংয়ে যান, তখনই বোঝা যায়।
প্রতি বছর জন্মদিনের দিন শাহরুখের বান্দ্রায় অবস্থিত সমুদ্র-মুখী বাংলো ‘মন্নত’-তের সামনে ভক্তদের ভিড় জমে। সারাদিন অভিনেতা ‘মন্নত’-তের বারান্দায় উপস্থিত হন ভক্তদের দেখা দেওয়ার জন্য। এক, গত বছর তিনি ভক্তদের দেখা দেননি, দুই, তার মধ্যে খবর এই বছর এই উদযাপন আরও বিশেষ হতে পারে, কারণ এসআরকে তাঁর জন্মদিনে আসন্ন ছবি ‘পাঠান’-এর ট্রেলার প্রকাশ করতে পারেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, অ্যাকশনধর্মী বিনোদনমুলক এই ছবি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ২৫ জানুয়ারী, ২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। প্রায় ৪ বছর পর শাহরুখের ছবি আসছে। তাই স্বাভাবিকভাবেই ভক্তরা উত্তেজিত।
ছবির নায়িকা দীপিকা পাডুকোন। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর ‘পাঠান’ হল দীপিকা এবং শাহরুখের অন-স্ক্রিনের চতুর্থ ছবি। দীপিকা শাহরুখের লাকি-নায়িকা, এমনও বলা হয়ে থাকে। কারণ, তাঁদের আগের সব কটি ছবি সুপার হিট। ৪ বছর আগে অনুষ্কা শর্মার সঙ্গে ‘জিরো’ ছিল সিনেমা হলে শেষ মুক্তি পাওয়া ছবি শাহরুখের। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর কোভিড, ছেলে আরিয়ানের মাদক-কাণ্ডে ধরা পড়া-একের পর এক কারণে বাদশাকে পর্দায় মিস করছেন তাঁর ভক্তরা। এবার ‘পাঠান’ ছবি দিয়ে তিনি আবার নিজের স্বমহিমায় ফিরবেন আশা তাঁদের। ছবিতে জন আব্রাহমও রয়েছেন। এই ছবি নিয়ে প্রত্যাশা প্রচুর। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। প্রযোজনা সংস্থাও তাকিয়ে এই ছবির দিকে। কারণ এই বছর এই সংস্থার সবকটি মুক্তি পাওয়া ছবি ফ্লপ। তাই তাঁদের একটা হিট চাই।
এই ছবি ছাড়াও ২০২৩ সালে আরও দুটো ছবি মুক্তি পাবে। ২ জুন অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ ছবি মুক্তি পাওয়ার কথা। প্রথমবার দক্ষিণের অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ এই ছবিতে। দক্ষিণের আর এক অভিনেতা বিজয় সেতুপতিও রয়েছেন এই ছবিতে। বছরের শেষে রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। প্রথম়বার রাজকুমারের সঙ্গে কাজ করছেন এসআরকে। এই ছবিতেও প্রথমবার তাপসী পান্নুর সঙ্গে কাজ করছেন তিনি। বছরের শেষে বড়দিনের ছুটিতে মুক্তি পাবে সিনেমা হলে এই ছবি। এত কিছু আসতে চলেছে গুরুর জীবনে আর ভক্তরা তাঁর জন্মদিন পালন করতে বাড়ির সামনে আসবেন না, তাও হয়। আর সেটা একেবারে বিদেশ থেকে চলে আসা।