Shah Rukh Khan’s Birthday: আজ ৫৭তম জন্মদিনে শাহরুখ খান তাঁর ভক্তদের কী উপহার দিতে চলেছেন?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 02, 2022 | 7:30 AM

Shah Rukh Khan’s Birthday: ‘পাঠান’ ছবি দিয়ে ২০২৩ সালে তিনি আবার ফিরছেন। তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘জিরো’।

Shah Rukh Khan’s Birthday: আজ ৫৭তম জন্মদিনে শাহরুখ খান তাঁর ভক্তদের কী উপহার দিতে চলেছেন?
জন্মদিনে কী উপহার দিতে চলেছেন শাহরুখ তাঁর ভক্তদের

Follow Us

আজ ৫৭তম জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খানের  (Shah Rukh Khan)। বহুদিন পর অভিনেতার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে। প্রায় ৪ বছর পর তাঁর ছবি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। আগামী বছর একটা নয়, ৩টে ছবি মুক্তি পাবে। ‘পাঠান’ ছবি দিয়ে ২০২৩ সালে তিনি আবার ফিরছেন। তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘জিরো’। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর কোভিড, ছেলে আরিয়ান খানের মাদক-কাণ্ড মামলায় জড়িয়ে পড়া-সব মিলিয়ে সময়টা ভাল যাচ্ছিল না। এবার সব ঠিক ঠাক। গত বছর ছেলের জন্য কিং খান তাঁর বাংলো মন্নত-এর সামনেও আসেননি। এবার ভক্তরা জন্মদিনের দুইদিন আগে থেকেই তাঁর বাড়ি সামনে ভিড় করেছেন। শুধু দেশ নয়, বিদেশ থেকেও ভক্ত এসেছেন ‘গুরু’কে শুভেচ্ছা জানাতে।

ভক্তদের ভালবাসায় আপ্লুত একআরকে। তাই সূত্রের খবর তিনি ভক্তদের সঙ্গে কেক কাটবেন আজ। পিঙ্কভিলার খবর অনুযায়ী, তাজ ল্যান্ডসে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। এমনিতে নিজের জন্মদিনে তিনি খুব বেশি ধুমধাম করবেন না। তবে এত বছর ধরে যে ভক্তরা তাঁকে ভালাবাসায় ভড়িয়ে রেখেছেন, তাঁদের জন্য তিনি ধন্যবাদ জানাতে শুধু মন্নতের বাইরে নয়, দেখা দেবেন একেবারে সামনাসামনি এই বছর। বিশেষ করে তাঁর জীবনের কঠিন সময় তাঁরা যেভাবে পাশে থেকেছেন তাতে তিনি সত্যি কৃতজ্ঞ।

অন্যদিকে, আজ ‘পাঠান’ ছবির ট্রেলার লঞ্চ হতে পারে আশা ভক্তদের। তাই এত আগে থেকে তাঁরা মন্নতের সামনে হাজির হয়েছেন। প্রযোজনা সংস্থার তরফ থেকে অবশ্য কোনও খবর নেই। তবে যশরাজ ফ্লিমসও এই ছবির দিকে তাকিয়ে। সংস্থার ঘরেরে ছেলে শাহরুখ। তাঁর উপর বাজি রেখেই সামনের বছর ময়দানে নামছেন আদিত্য চোপড়া। কারণ এই বছর তাঁদের প্রযোজনা সংস্থার একটি ছবিও বক্স অফিসে ব্যবসা দিতে পারেনি। তাই ‘পাঠান’ দিয়ে শাহরুখ যেমন ফিরে পেতে চান নিজের জায়গা, তেমন লাভের মুখ দেখতে প্রযোজনা সংস্থা।

‘পাঠান’ ছবিতে শাহরুখ ফিরছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। তাই ভক্তদের আশা বাদশা তাঁর লাকি নায়িকাকে নিয়ে ফিরছেন। ছবি দর্শকদের পছন্দ হবে। সঙ্গে রয়েছেন জন আব্রাহমও। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

Next Article