বর্তমানে ভয়ানক পরিস্থিতি রাশিয়া ও ইউক্রেনে, যেভাবে যুদ্ধের দামামা দুই দেশের মানুষের জীবনকে রাতারাতি এলোমেলো করে দিয়েছে, তা এক কথায় বলতে গেলে শিউরে ওঠার ছবি। এক দুদিন নয়, টানা দীর্ঘ দিনের যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষের বর্তমানে যে চরম অভাব, চরম কষ্ট বর্তমান, তা দেখে চুপ থাকতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া। সাধ্য মত বারে বারে যেকোনো কঠিন পরিস্থিতিতেই মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। অতীতে করোনার সময়ও সাধ্য মত বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। আর এবারও তিনি চুপ থাকলেন না।
রীতিমত সমীক্ষা তুলে এনে ভিডিয়ো শেয়ার করলেন নেট দুনিয়ার পাতায়। দিলেন কড়া বার্তা, গোটা বিশ্বের প্রথম সারিতে থাকা নেতাদের জেগে ওঠার ডাক দিলেন সেলেবে। জানালেন, ইউক্রেন ও রাশিয়া থেকে পাসিয়ে বেড়ানো রিফিউজির সংখ্যাটা নেহাতই কম নয়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম এত বড় রিফিউজি সংকট দেখা দিয়েছে। তাঁদের পাশে সাধ্যমত সকলের দাঁড়ানো প্রয়োজন। কোথাও উঠে এলো অনাথ সন্তানদের প্রসঙ্গ, কোথাও আবার উঠে এলো রাতারাতি সচ্ছল পরিবার কীভাবে শেষ হয়ে গিয়েছে যুদ্ধের দাপটে। বদলে গিয়েছে তাঁদের জীবন চিরতরে। আবারও ঘুড়ে দাঁড়ানোর জন্য প্রয়োজন সাহায্য, আর এই মানুষগুলোর পাশে থাকতেই এবার সকলের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিয়ো শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে পরতে-পরতে কেবল চোখে পড়ে রিফিউজিদের স্বাভাবিক ছন্দে ফেরানোর আর্জি।
ভক্তদের উদ্দেশে এদিন প্রিয়াঙ্কা চোপড়া বলেন, নিজেদের সাধ্যমত সাহায্য করতে, এই প্রসঙ্গে মানুষকে সচেতন করতে, সকলকে একযোগে এগিয়ে আসতে হবে, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলতে, নিজেদের পোস্ট করতে, এই প্রসঙ্গে যাতে সকলে আলোকপাত পাত করে তা নিজের মত করে এদিন সাফ অনুরোধ করলেন সেলেব। এমনকি প্রয়োজনে তাঁর ভিডিয়োটিকে ছড়িয়ে দেওয়ার আর্জি জানাতেও পিছু পা হননি তিনি। দ্রুততার সঙ্গে নিতে হবে বড় কোনও পদক্ষেপ, প্রিয়াঙ্কার এই ভিডিয়োতে বর্তমানে লাইক কমেন্টের ঝড়। সকলেই তাঁর পক্ষে সম্মতি জানিয়ে মতামত পোষণ করছেন কমেন্ট বক্সে। বর্তমানে এই আর্জি ঘিরেই প্রশংসিত সেলেবস্টার।
আরও পড়ুন- Alia-Ranbir Honeymoon: কেবল বিয়েই নয়, এবার ফাঁস আলিয়া-রণবীরের হানিমুন প্ল্যানিংও
আরও পড়ুন- Viral News: ‘অর্থের অভাবে এ সব করতে বাধ্য হয়েছি’, আত্মহত্যার কথা ভাবতেও পিছু পা হননি উরফি