Priyanka Chopra: ভারতীয় ফ্যানকে শেতাঙ্গ নিরাপত্তারক্ষীর ধাক্কা, দেখে কী করলেন প্রিয়াঙ্কা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 13, 2023 | 4:29 PM

Priyanka Chopra: দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। উপলক্ষ বোন পরিণীতি চোপড়ার বাগদান। সঙ্গে এসেছেন তাঁর বিদেশি নিরাপত্তারক্ষী। কিন্তু বিমানবন্দরে ঢুকতেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।

Priyanka Chopra: ভারতীয় ফ্যানকে শেতাঙ্গ নিরাপত্তারক্ষীর ধাক্কা, দেখে কী করলেন প্রিয়াঙ্কা?
ভারতীয় ফ্যানকে শেতাঙ্গ নিরাপত্তারক্ষীর ধাক্কা, দেখে কী করলেন প্রিয়াঙ্কা?

Follow Us

 

দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। উপলক্ষ বোন পরিণীতি চোপড়ার বাগদান। সঙ্গে এসেছেন তাঁর বিদেশি নিরাপত্তারক্ষী। কিন্তু বিমানবন্দরে ঢুকতেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। চোখের সামনে প্রিয়াঙ্কা দেখে উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি তাঁর ভক্তরা। ছুটে যান প্রিয়াঙ্কার দিকে। আর ছুটে যেতেই তাঁদের হাত দিয়ে সরিয়ে দেন তাঁর শ্বেতাঙ্গ নিরাপত্তারক্ষী। রীতিমতো ধাক্কা দেন তাঁকে। আর প্রিয়াঙ্কা? তিনি কী করলেন? তাঁর প্রতিক্রিয়া দেখে অবাক নেটিজেনরা। হলিউডে পৌঁছে গেলেও প্রিয়াঙ্কা যে আজও মাটির কাছাকাছি তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। দূরে সরিয়ে দেওয়া নয়, বরং ধৈর্য ধরে তুললেন ছবি। হাসিমুখে পোজও দিলেন। আর তাতেই তাঁর জন্য ছড়িয়ে পড়েছে প্রশংসা। মন্তব্য বক্স ভরেছে ভালবাসার কমেন্টে।

বোন পরিণীতি চোপড়ার বাগদানে প্রিয়াঙ্কা আসবেন কিনা তা নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল নানা জল্পনা। যদিও শুক্রবারই জানা যায়, হাজির হবেন প্রিয়াঙ্কা। তবে এই সফরে আসেননি নিক, দেখা যায়নি মালতীকেও। নিকের আজ অ্যালবাম রিলিজ। সেই কারণেই তিনি আসতে পারননি বলে খবর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউডে সাইডলাইন হওয়া নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমাকে কোনায় ঠেলে দেওয়া হচ্ছিল। আমায় ছবিতে নেওয়া হচ্ছিল না। খেলতে পারি না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার ব্রেকের দরকার ছিল।” আর সেই কারণেই নাকি হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। ম্যানেজারের প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করেন, আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে। এখানেই থামেননি তিনি। যোগ করেন, “আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওঁরা আমার কাজ নিয়ে নিচ্ছিল। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত।”

 

 

 

Next Article