‘ধোকা: রাউন্ড দ্য কর্নার’ ছবির নতুন গান মুক্তি পেয়েছে। এবং সেই গানে নজর কেড়েছেন দক্ষিণী ও বলিউডের অভিনেতা আর মাধবন। প্রায় ১১ বছর পর এমন একটি গানে, এমন একটি অবতারে দেখা গেল আর মাধবনকে। গানটি চটকদার। নাম ‘মেরে দিল গায়ে জা’। আর মাধবন ছাড়াও সেই গানে রয়েছেন খুশালি কুমার, অপারশক্তি খুরানার, দর্শন কুমার। গানের তালে মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁরা। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ ছবিতে ‘সড্ডি গলি’ গানটিতে পারফর্ম করার পর আর সেভাবে কোনও চটকদার গানে পারফর্ম করতে দেখা যায়নি মাধবনকে। ‘মেরে দিল গায়ে জা’ ছবিতে নাচতে দেখা গেল তাঁকে। একঝাঁক মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় মাধবনকে। দেখতেও দারুণ লেগেছে তাঁকে।
জনপ্রিয় ‘জ়ুবি জ়ুবি’ গানের কথা ‘মেরে দিল গায় জা’। বাপ্পি লাহিড়ীর কম্পোজ়িশনের গানটিকে নতুন মোড়কে আনা হয়েছে কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যই। গানে রয়েছে রেট্রোর ছোঁয়াও।
গান সম্পর্কে আর মাধবন সংবাদমাধ্যমকে বলেছেন, “অনেকদিন হয়ে গেল এরকম একটা গানে পারফর্ম করিনি। এমন একটা গান যেটা শুনলেই নাচতে ইচ্ছা করবে। গানটি শুট করতে-করতে খুব মজা করেছি আমরা। এরকম একটি আইকনিক গানকে রিক্রিয়েট করার আলাদা মজাও ছিল। আমরা রেট্রো ভাইব পেয়েছি প্রতিপদে।”
এবারের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আর মাধবন। সেখানে দেখানো হয়েছিল তাঁর প্রথম পরিচালিত ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। দেশের অন্যতম গুণী বিজ্ঞানী নাম্বী নারায়ণনের জীবনকে তিনি তুলে ধরেছিলেন পর্দায়। প্রথম পরিচালিত ছবিতেই দারুণ প্রশংসিত হয়েছিলেন আর মাধবন।