Brahmastra box office collection day 1: ‘ব্রহ্মাস্ত্র’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের কালেকশন, বলিউডের আশা একটি হিট সিনেমার

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 05, 2022 | 6:28 PM

Brahmastra box office collection day 1: যে কটি ছবি বক্স অফিসে হিট হয়েছে তার মধ্যে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অন্যতম। মনে হচ্ছে আবার তাঁর হাত ধরেই বলিউডের হিটের খরা মিটতে পারে।

Brahmastra box office collection day 1: ‘ব্রহ্মাস্ত্র’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের কালেকশন, বলিউডের আশা একটি হিট সিনেমার
'ব্রহ্মাস্ত্র'-র প্রথম দিনের অগ্রিম বুকিং আশা তৈরি করছে বলিউডে একটা হিট ছবির

Follow Us

এই বছর এখনও পর্যন্ত যে কটি ছবি বক্স অফিসে হিট হয়েছে তার মধ্যে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অন্যতম। মনে হচ্ছে আবার তাঁর হাত ধরেই বলিউডের হিটের খরা মিটতে পারে। কেন এমন ভাবা হচ্ছে? আসলে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের কালেকশন দেখে এমন ভাবা হচ্ছে। করণ জোহর প্রযোজিত এবং অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে প্রত্যাশিত সূচনার চেয়ে অনেক ভাল শুরু করেছে। ইতিমধ্যে তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেইনে ২৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবিটি দেশের এখনও কিছু নির্দিষ্ট জায়গায় অগ্রিম বুকিং শুরু করেনি। দেশের অগ্রিম বুকিং উইকেন্ডের জন্য দুর্দান্তভাবে ভাল খবর বলেই মনে করছে বলিউড বিশেষজ্ঞরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবি দর্শকদের মধ্যে সত্যিকারের আগ্রহ তৈরি করেছে। দুইজনকে একসঙ্গে পর্দায় দেখার পাশাপাশি এমনও ইঙ্গিত করছে ‘ব্রহ্মাস্ত্র’-র ট্রেলার, গান এবং প্রচার সবই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করছে।

অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ব্রহ্মাস্ত্র-এর বক্স অফিস সংগ্রহ ২২-২৫ কোটি, যা নেট পরিসরে একটি দুর্দান্ত উদ্বোধনের জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে। এই বছরের বেশিভাগ বলিউড ছবি ইন্ডাস্ট্রির কাছে খুব ভয়াবহ অবস্থা তৈরি করেছে। ব্যবসা প্রায় লাটে উঠেছে। তার উপর এক নতুন ট্রেন্ড বয়কট-এর তো রয়েছেই। এই ধরনের উদ্বোধনী কোনও ছবির,  অযৌক্তিক ‘বয়কট বলিউড’ ব্রিগেডকে থামানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি সব ঠিক থাকে তাহলে বহুদিন বলিউড একটি হিট ছবি পেতে চলেছে অয়ন-রণবীর-আলিয়ার হাত ধরে। সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। এটা বলার কারণ, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মেট্রো এবং ছোট শহরের মাল্টিপ্লেক্স উভয় ক্ষেত্রেই অগ্রিম বুকিং বেশ চোখে পড়ার মতো।

প্রকৃতপক্ষে, বাণিজ্য সূত্র এবং নিজস্ব বক্স-অফিস ট্র্যাকিং অনুযায়ী ব্রহ্মাস্ত্র-কে বলিউড সিনেমার এখনও পর্যন্ত সেরা অগ্রিম বুকিং হিসাবে চিহ্নিত করছে। প্রথম ২ দিন বা তার জন্য এত ভাল যে একে প্রাক-মহামারী সময়েও এটিকে ভাল বলে মনে করা হত। বলিউড এখন সত্যি একটা বড় হিটের দিকে তাকিয়ে। রণবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত এই ছবি আশা জাগাচ্ছে ইন্ডাস্ট্রির কাছে। আর বাকি ৩দিন ছবি মুক্তি পেতে।

 

Next Article