২০ সেপ্টেম্বর, ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে রাজ কুন্দ্রার জামিন ঘোষণা করে মুম্বই আদালত। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২মাস। এর মাঝে পরিবারের সঙ্গে শিল্পা শেট্টির সঙ্গে তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দী হয়েছে। তাদের ছুটি কাটানোর ছবি সামনে এলেও দেখা যায়নি রাজ কুন্দ্রার ছবি। নিজেকে নিভৃতবাসেই রেখেছিলেন শিল্পার স্বামী। দীর্ঘ কয়েকমাস পর দেখা গেল রাজ কুন্দ্রাকে সঙ্গী অবশ্যই স্ত্রী শিল্পা শেট্টি।
ইনস্টাগ্রামে দেখা গেল এই বলিউড কাপলকে। কিছুদিন আগেই হিমাচলে ট্রিপে গিয়েছিলেন শিল্পা। সেখানে শিল্পা তাঁর পরিবারের নানা ছবি পোস্টও করেছিলেন। কিন্তু সেখানে দেখা যায়নি রাজকে। তাঁদের সেই ট্রিপের ছবিতেই দেখা গেল রাজকে। স্বামী-স্ত্রী দুজনের পোশাকে রংমিলান্তি। কোনও এক মন্দিরের প্রবেশদ্বারে দেখা গেল তাঁদের।। শিল্পার মুখে প্রশস্ত হাসি।
পর্ন কাণ্ডে জড়িয়ে পরার পর নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে কার্যত গুটিয়ে নিয়েছেন রাজ। টুইটার ও ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। মাস কয়েক আগে পর্নোগ্রাফি মামলায় ফেঁসে মুম্বই থেকে গ্রেফতার হয়েছিলেন রাজ। এই খবরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। তিনি নাকি নীল ছবি তৈরি করতেন।
সেই সব ছবি নাকি আপলোড করতেন একটি অ্যাপে। ভালই নাকি ব্যবসা করেছিলেন এসব করে। গোটা ঘটনায় রাজই নাকি ছিলেন মূল ষড়যন্ত্রকারী, তাই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বার বার জামিন নাকচের পর জেলমুক্ত হয়েছিলেন রাজ। ফিরে এসেছেন মুম্বইয়ের বাড়িতে। এবার তিনি ডিলিট করলেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।
একটা সময় ছিল, যখন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ ছিলেন রাজ। নিয়মিত ছবি আপলোড করতেন। সকলের সঙ্গে যোগাযোগও করতেন। গ্রেফতারি ও জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর অনেকদিন কেটে গিয়েছে। সেই থেকে অন্তরালেই চলে গিয়েছেন শিল্পার স্বামী রাজ। যদিও শিল্পা নিজে নিয়মিত আপডেট দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:Raj Kundra: কোনও প্রমাণ ছাড়া ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে, ফের জামিনের আবেদন রাজের
আরও পড়ুন:‘নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, রাজের কী উদ্দেশ্য ছিল জানি না…’, চার্জশিটে শিল্পার বক্তব্য
আরও পড়ুন:Raj Kundra Case: রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ করল মুম্বই পুলিশ