পর্নকাণ্ডে গেফতার হলেন আরও এক ব্যক্তি। অভিযুক্তের নাম অভিজিৎ বোম্বলে। তিনি পেশায় ব্যবসায়ী, রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক ছিলেন এই ব্যক্তি। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাজের কোম্পানির এই অবৈধ ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিজিৎ, যুক্ত ছিলেন অপরাধমূলক কাজের সঙ্গেও। অন্যদিকে এই মামলায় রাজেরও পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়ে হয়েছে আগামী ২০ অগস্ট পর্যন্ত। এই মুহূর্তেই রাজকে জামিনে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে মোট ১৯টি কারণ আদালতে জমা করেছে অপরাধদমন শাখা।
সূত্র বলছে, মুম্বই পুলিশ আদালতে জানিয়েছে তদন্তে মোটেও সহযোগিতা করছেন না রাজ। তাই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হলে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন অথবা আরও কোনও জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। পুলিশের আরও আশঙ্কা জামিনে মুক্ত হলে রাজ আবার একই ধরনের ভিডিয়ো তৈরির চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা পুলিশের। যে ধরনের ভিডিয়ো তৈরি ভারতের আইন অনুযায়ী অপরাঝ বলে গণ্য করা হয়। ফলে সমাজের প্রতি অত্যন্ত ভুল বার্তা যেতে পারে। পাশাপাশি জামিনে মুক্ত হলে রাজের প্রদীপ বক্সি নামের যে আত্মীয় দেশের বাইরে থাকেন, তাঁর সঙ্গে মিলিত হয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করতে পারেন বলে মনে করছে পুলিশ।
Pornography matter: Abhijit Bhomble, director in businessman Raj Kundra’s company arrested by Mumbai Crime Branch Property Cell. An actress had filed case against 4 people from Kundra’s company. Besides Bhomble, Gehana Vashisth, Ajay Srimant & Prince Kashyap are accused in this.
— ANI (@ANI) August 12, 2021
তাঁর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তা প্রমাণ হিসেবে দেখিয়েই রাজের আইনজীবিরা তাঁর জামিনের আবেদন করেন। সেই আবেদনে বলা হয়, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে রাজকে আটকে রাখা ঠিক নয়। প্রাথমিক ভাবে তা নাকচ করে দেয় আদালত। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শিকার যে সব মহিলারা তাঁরা আর্থিক দিক থেকে স্বচ্ছল নন। ফলে এখন রাজ ছাড়া পেয়ে গেলে হয়তো তাঁদের উপর চাপ দিয়েও প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারেন। পাশাপাশি রাজ জেলের বাইরে থাকলে হয়তো প্রমাণ নিয়ে পুলিশের কাছে আসতে ওই মহিলারা ভয় পেতে পারেন। পুলিশের এই বক্তব্য বিবেচনা করে আপাতত রাজ মামলার শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। এর পরবর্তী শুনানি হবে আগামী ২০ অগস্ট।
রাজ কুন্দ্রা মামলায় প্রথম থেকেই শিরোনামে ছিলেন মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। মুম্বই পুলিশ ইতিমধ্যেই শার্লিনকে জিজ্ঞাসাবাদ করেছে। কী কী প্রশ্ন তাঁকে করা হয়েছে, তা নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন শার্লিন। রাজের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর দাবি রাজ তাঁর যে অ্যাপ চালাতেন সেই অ্যাপের শুটেরই প্রথম দিনের ছবি সেটি। যদিও নেটিজেনদের একটা বড় অংশের মতে ছবিটি আদপে ফোটোশপ।
আরও পড়ুন- আর্থিক প্রতারণা মামলায় শিল্পাকে নোটিস পুলিসের, আরও বিপাকে কুন্দ্রা পরিবার