রাজ কুন্দ্রা জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা কুন্দ্রা অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরই বোনের স্বামীর সঙ্গে। এ বার তা নিয়েই মুখ খুললেন রাজ কুন্দ্রার বোন রীনা।
রীনা জানান কবিতাকে তিনি নিজের দিদির মতো ভালবাসতেন। বিশ্বাসও করতেন। সে যে তাঁর স্বামীর সঙ্গে এরকমটা করতে পেরে তা কল্পনাও করতে পারেননি তিনি। তাঁর কথায়, “এক কথায় হৃদয় বিদারক। আমরা ভীষণ ক্লোজ ছিলাম।”
শিল্পা শেট্টির জন্যই কি প্রথমা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রার? সম্প্রতি রাজের প্রথমা স্ত্রী কবিতা কুন্দ্রার এক পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই অভিযোগের তীর উঠেছিল অভিনেত্রীর দিকে। এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রাজ।
তিনি বলেছিলেন, “আমার বোন, বোনের বর, আমার মা এবং স্ত্রী কবিতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছিলাম আমি। কিন্তু হঠাৎই আমি বিজনেস ট্রিপে বাইরে গেলেই আমার বোনের বরের সঙ্গে তাঁর সম্পর্কে এক বিশেষ মাত্রা পায়। আমার চালকও আমাকে সাবধান করে। আমি যদিও বিশ্বাস করিনি প্রথমে। কিন্তু আমার মা একদিন ওঁদের হাতেনাতে ধরে। এর পরেই আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।” এ বার দাদার সেই কথাকেই মান্যতা দিলেন বোন রিনাও।