Viral Video: বিশালাকার মালা দিয়ে রণবীরকে স্বাগত, তুলতে এল ক্রেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 31, 2022 | 1:55 PM

Ranbir Kapoor: একের পর এক তারিখ বাতিলের পর অবশেষে আর তিন মাসের বিরতিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই ছবির প্রচারে ব্যস্ত গোটা টিম।

Viral Video: বিশালাকার মালা দিয়ে রণবীরকে স্বাগত, তুলতে এল ক্রেন

Follow Us

বিগ বাজেট থেকে শুরু করে বহু প্রতিক্ষীত ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে এখন ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। সম্প্রতি রণবীর কাপুর ও আলিয়া ভাট এই ছবির প্রচারেই ব্যস্ত। ছবির সেট থেকেই শুরু প্রেমপর্ব। ধীরে ধীরে সম্পর্ক বাড়তে থাকা। আজ তাঁরা বিবাহিত। তাঁদের বাস্তব জীবনের প্রেমকাহিনি অবলিলায় লিখে গিয়েছে এই ছবি পরতে-পরতে। পর্দায় রোম্যান্সের পাশাপাশি বাস্তবে তাঁদের মধ্যে থাকা সম্পর্কের পারদ যেভাবে ধীরে ধীরে তুঙ্গে উঠেছে, তা এক কথায় বলতে গেলে তাক লাগিয়ে দেয় ভক্তদের।

সেই জুটিকেই এবার পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে সকলেই। চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। ৯ সেপ্টেম্বর, দিন গুণছে ভক্তমহল, পর্দায় তাঁদের কেমিষ্ট্রি দেখার জন্য। আলিয়া-রণবীরের কাছে এই ছবির মাধুর্যতাই ভিন্ন। কারণ একটাই, এই ছবিই তাঁদের প্রেম থেকে শুরু করে সম্পর্কে বেঁধেছে।


তার উপর আবার এই ছবিতেই তাঁরা প্রথম এক সঙ্গে কাজ করছেন। যার ফলে উত্তেজনার পারদ তুঙ্গে সকলেরই। তাই ছবির প্রচারও যে চমকপ্রদ হবে, তা বলার অপেক্ষা থাকে না। একের পর এক তারিখ বাতিলের পর অবশেষে আর তিন মাসের বিরতিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই ছবির প্রচারে ব্যস্ত গোটা টিম। সম্প্রতি বিশাখাপত্তনম-এ উপস্থিত হলেন রণবীর কাপুর। হুড খোলা গাড়ি থেকে মাথা বার করতেই সামনে থেকে এগিয়ে এলো ক্রেন, তাতেই ঝুলছে বিশালাকার মালা। রণবীরকে স্বাগত জানাতে এভাবে প্রস্তুতি নিয়েছিল বিশাখাপত্তনম। যে ভিডিয়ো বর্তমানে ভাইরাল নেট দুনিয়ার পাতায়। দেখে নিজেও অবাক অভিনেতা।

হাত জোড় করে সকলকে নমস্কার করে নিলেন তিনি। জানালেন ধন্যবাদ। মালা কেবল তাঁর গলাই নয়, পাশাপাশি গোটা গাড়ি ঢেকে গেল মালায়। কেউ লিখলেন, রণবীর পুরো রাজনীতি ভাইব দিল, কেউ আবার ভিডিয়ো দেখে কমেন্ট বক্সে লিখলেন এই স্টারের রয়েল ভক্ত রয়েছে, অথচ তাঁরই কোন সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নেই। কেউ আবার প্রশ্ন করে বসলেন, আলিয়া কোথায়! তিনি ছবির প্রচার করছে না! এভাবেই নেট দুনিয়ায় এখন রাজত্ব করছে এই ভিডিয়ো।

Next Article