বলিউডে পা রাখার পর থেকেই সলমন ও শাহরুখ সংঘাত বর্তমান। না, আমনে-সামনে নয়, সমস্যা শুরু হয় ভক্তদের সঙ্গে সুপারস্টার লড়াইয়ে। বক্স অফিসে এ বলে আমায় দেখ তো অন্যজন বলে আমায়। এমনই দাপট ছিল সিনেদুনিয়ায়। একসঙ্গে তাঁদের দেখার জন্য অধীর আগ্রহে থাকত ভক্তরা। তবে সম্পর্কের মাঝে থাকা ঠাণ্ডা লড়াই যেন থামার নয়। তাই দীর্ঘদিন তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে বর্তমানে সেই সমস্যা মিটে তাঁরা একযোগে বক্স অফিসে ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া। তাই হাতে হাত মিলিয়ে ভক্তদের এক ছাদের তলায় আনতে তাঁরা একি সঙ্গে পাঠান ও টাইগার থ্রি-তে থাকতে চলেছেন। যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ভাইরাল।
পাঠান ছবির মধ্যে সলমন খানের যেটুকু অংশ শুটিং করার কথা ছিল, তিনি তার জন্য সময় বার করে নিয়েছিলেন গত অক্টোবর মাসেই। কিন্তু আরিয়ানের গ্রেফতারিকে কেন্দ্র করে পিছিয়ে যায় ছবির কাজ। তবে তা নিয়ে কোনও সমস্যাই সৃষ্টি করেননি সলমন খান। তিনি উল্টে জানিয়েছিলেন যে পরবর্তীতে সময় দেবেন। দেনও ঠিক তাই। সমলন খান ইতিমধ্যেই পাঠান ছবির কাজ শেষ করেছেন। এবার পাল্টা টাইগার থ্রি ছবির কাজের। শাহরুখের জন্যই আটকে রয়েছে ছবির কাজ। কেন কথা রাখতে পারছেন না শাহরুখ খান!
ঠিক কী ঘটেছে…
শাহরুখ খান বর্তমানে ডানকি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। সেই ছবির শুটিং-এর লুকই এখন তাঁর চোখে মুখে, যার জন্য প্রকাশ্যে মুখ লুকিয়ে চলছেন শাহরুখ খান। ঝড়ের গিতে কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁর ছাতায় মুখ ঢেকে বিমানবন্দরের ছবি। তার কারণই হল ডানকি। ডানকি ছবির কাজ শেষ হওয়া না পর্যন্ত তাই শাহরুখ খান কোনও মতেই তাঁর পরবর্তী ছরিব কাজে হাত দিতে পারছেন না। আর ঠিক সেই কারণের জন্যই আটকে রয়েছে সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি-র কাজ। ডানকি ছবির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সলমন খানকে। যার ফলে আটকে রয়েছে টাইগার থ্রি ছবির কাজ। ফলে বেজায় সমস্যাতে এখন সলমন খানের আগামী ছবি। যদিও কিং খানের তরফ থেকে সমস্তটাই জানান হয়েছে সলমন প্রযোজনা সংস্থাকে।