তিন দশকের বেশি সময় ধরে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন আরশাদ ওয়ার্সি। অনেক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। কিছু ভাল স্মৃতি তৈরি হয়েছে। কিছু ততটাও ভাল নয়। রোলার কোস্টারের মতো কেরিয়ার দিয়ে যেতে-যেতে সার্কিটের মতো চরিত্র পেয়েছেন আরশাদ। যা প্রায় সমার্থক হয়ে গিয়েছে আরশাদের নামের সঙ্গে। এই চরিত্রটি তাঁকে দিয়েছে মুন্নাভাই। যে মুন্নাভাইয়ে মুখ্য চরিত্রে সঞ্জয় দত্ত। এবং তাঁর দোসর সার্কিট, অর্থাৎ আরশাদ ওয়ার্সি। রাজকুমার হিরানী তাঁর মুন্নাভাই সিরিজ়ে দুটি ছবি তৈরি করেছেন এ পর্যন্ত, তাও অনেক বছর হয়ে গিয়েছে। একটি ‘মুন্না ভাই এমবিবিএস’ ও অন্যটি ‘লগে রহো মুন্নাভাই’। দুটোই সামাজিক ছবি। রাজকুমারের স্টাইলে দুটি ছবিই কমেডির মোড়কে তৈরি। মুন্নাভাইয়ের তিন নম্বর ছবিটি কবে আসবে? অনেক দিন থেকেই কানাঘুষো চলছে। কিন্তু সঠিকভাবে কেউই কিছু বলতে পারছেন না। এবার তাই নিয়েই মুখ খুললেন স্বয়ং ওয়ার্সি সাহেব।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরশাদ বলেছেন, “‘মুন্না ভাই’ আমার কেরিয়ার পাল্টে দিয়েছে। তার আগে আমার হাতে ৩-৪ বছর তেমন কাজই ছিল না। মানুষের স্মৃতি থেকে আমি হারিয়ে যাচ্ছিলাম। তারপর মুন্নাভাই এল আমার জীবনে। অনেকেই মুন্নাভাইয়ের তৃতীয় ছবি নিয়ে জানতে চান। তবে আমার মনে হয় না তৃতীয় ছবিটি আর আসবে বলে। কিন্তু আমি চাই আসুক। দর্শককে আমাদের অনেক কিছু ফিরিয়ে দেওয়ার বাকি আছে। অনেকগুলো দিন তো হল। তবে অভিনেতাদের একই জিনিস বারবার করতে বললে তাঁদের দমবন্ধ লাগে। অভিনেতা হিসেবে আমিও নিজে এগিয়ে যেতে চাই। আমার বিশ্বাস রাজুও (পড়ুন রাজকুমার হিরানী) নতুন কিছু করতে চান।”
ছবি পরিচালনা করার ইচ্ছা আছে আরশাদের। কিন্তু তিনি জানেন না কী ছবি তৈরি করবেন। ‘হাম তুম অউর গোস্ট’ ছবিটি প্রযোজনা করেছিলেন আরশাদ। কিন্তু প্রযোজক হিসেবে নিজেকে খুব বেশি নম্বর দিতে চান না অভিনেতা। লেখার ইচ্ছা আছে তাঁর।
‘অসুর’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন আরশাদ। সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন আসছে অগস্ট-সেপ্টেম্বর নাগাদ। আরশাদের আশা প্রথমটির চেয়ে দ্বিতীয়টি আরও ভাল হবে।