Trolled Ranbir Kapoor: সন্তান আসার সুখবর দিয়েও ট্রোলড হতে হচ্ছে রণবীরকে, কী বললেন তিনি এই নিয়ে?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 08, 2022 | 2:27 PM

Trolled Ranbir Kapoor: বিয়ের পর থেকে দুইজনে নিজেদের কাজে এত ব্যস্ত ছিলেন যে হানিমুনেও যাননি। আলিয়া খুব দ্রুত নিজের হাতের সব কাজ শেষ করছিলেন।

Trolled Ranbir Kapoor: সন্তান আসার সুখবর দিয়েও ট্রোলড হতে হচ্ছে রণবীরকে, কী বললেন তিনি এই নিয়ে?
রণবীর-আলিয়া ট্রোলড হচ্ছেন আসন্ন সন্তানের খবর দিয়ে

Follow Us

‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির প্রমোশনের জন্য রণবীর কাপুর (Ranbir Kapoor) -আলিয়া ভাট (Alia Bhatt) তাঁদের সন্তান আসার খবর দিয়েছেন- এই মর্মে ট্রোলড হয়েছেন রণবীর। এই ট্রোলিং দেখে অনেকের মনেই স্বভাবিকভাবেই প্রশ্ন উঠছে সত্যি কি রণবীর-আলিয়া এমনটা করছেন? এই মুহূর্তে রণবীর ব্যস্ত তাঁর আসন্ন নতুন ছবি ‘শামশেরা’-র প্রচারে। সঞ্জয় দত্ত, বাণী কাপুর রয়েছেন ছবিতে রণবীরের সঙ্গে। এই মাসের ২২ জুলাই মাসে মুক্তি পাবে ‘শামশেরা’। ছবির প্রচারে হাতের কাছে পেয়ে সংবাদ মাধ্যম তাঁর কাছে জানতে চায়, ট্রোলের বিষয়টা কি সত্যি?  উত্তরে রণবীর বলেছেন, “আমরা  বিবাহিত দম্পতি, তাই ভেবেছিলাম যে সারা বিশ্বকে খবরটা দেওয়া ঠিক হবে। কারণ আমরা অনুভব করেছিলাম যে এটিই সঠিক সময় সকলের সঙ্গে আমাদের  আনন্দের খবরটি ভাগ করে নেওয়া। এই নিয়ে অন্য কোনও চিন্তা ছিল না”।

এই বছর ১৪ এপ্রিল খুব ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেন আলিয়া-রণবীর। বিয়ের পর থেকে দুইজনে নিজেদের কাজে এত ব্যস্ত ছিলেন যে হানিমুনেও যাননি। আলিয়া খুব দ্রুত নিজের হাতের সব কাজ শেষ করছিলেন। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার আন্দাজ করা গেল কেন ছিল কাজের ব্যস্ততা। রণবীরও তাঁর কাজ শেষ করছেন। কিংবা মাঝে একটা ব্রেক নিচ্ছেন ছবির কাজের থেকে। সেটা অবশ্য তাঁর পর পর দুটো ছবি মুক্তি পাচ্ছে তার প্রচারের জন্য। আলিয়ার দেওয়া সুখবরের পর তিনি কতটা ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির প্রচারে থাকতে পারবেন বোঝা যাচ্ছে না। ফলে সব দায়িত্ব রণবীরের কাঁধেই।রণবীর শুধু ট্রোলড বিষয়েই নয়, আরও অনেক প্রশ্নের উত্তরই দিলেন। যার মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়াতে আসা নিয়েও আবার প্রশ্ন আসে তাঁর কাছে। রণবীর আবারও জানিয়ে দিলেন, তিনি এখন যেমন আছেন তেমনই খুশি থাকতে চান। অভিনেতা আরও স্পষ্ট করেছেন যে তাঁর সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই। তাঁর মতে, গত কয়েক বছরে তিনি যেমন ছিলেন তেমন থাকবেন।

‘সঞ্জু’ (২০১৮) মুক্তির প্রায় ৪ বছর পর রণবীরের ছবি সিনেমা হলে আসচ্ছে ‘শামশেরা’, ‘ব্রক্ষ্মাস্ত্র’। এছাড়াও লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবিতে কাজ করছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর। সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অন্যিমেল’ ছবিও রয়েছে রণবীরের হাতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মনদানা।

Next Article