ইডি-র নজরে এবার মহাকাল বেটিং অ্যাপ দুর্নীতি। গত একমাস ধরে এই নিয়ে বিস্তর চর্চা বিভিন্ন মহলে। মাঠে ময়দানে নেমে চলছে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের কাজ। বাদ পড়ছেন বলিউডের সেলেবরাও। যাঁরা কোনও না কোনও সময় এই অ্যাপের মুখ হয়েছেন, কিংবা এই অ্যাপ কর্তার বিভিন্ন অনুষ্ঠানে অর্থের বিনিময়ে হাজির হয়েছেন। সম্প্রতি এই মর্মেই ডাক পেলেন অভিনেতা রণবীর কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। সমন দেওয়া মাত্রই জানিয়ে দেওয়া হয় হাজিরা দেওয়ার তারিখ। ৬ অক্টোবর ইডি দফতরে উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোথায় রণবীর, সেদিন ইডি দফতরে গেলেন না অভিনেতা। উল্টে তাঁর পক্ষ থেকে চেয়ে নেওয়া হল ২ সপ্তাহের মেয়াদ। তারপর ইডির মুখোমুখি হবেন তিনি।
যদিও সূত্রের খবর রণবীরকে নাকি জেরার জন্য নয়, বরং এই অ্যাপ কীভাবে কীজ করে তার বিস্তারিত জানতেই ডেকে পাঠান হচ্ছে। যদিও তা কতটা সত্যি, সেই বিষয় নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এখনই। তবে এই ডাক যে রণবীর কাপুরের ওপর গভীর প্রভাব ফেলেছে, তা তাঁর চোখে মুখে স্পষ্ট। স্পষ্টই ধরা পড়ে ক্যামেরায় মেজাজ হারাচ্ছেন কাপুর পুত্র। সম্প্রতি পাপারাৎজিরা তাঁকে অনুসরণ করলে তিনি রীতিমত রেগে গিয়ে বলে ওঠেন, ভেতরেই চলো। অতীতে রণবীরকে এভাবে ব্যবহার করতে দেখা যায়নি কখনও। এবার রণবীর কাপুরের এই পরিস্থিতি দেখে নানা জনের নানা মত বর্তমান। একই মাঝে শোরগোল তুলল অন্যখবর। ইডির ডাক পেয়ে অসুস্থ হয়ে পড়লেন রণবীর? বান্দ্রার এক ক্লিনিকে তাঁকে প্রবেশ করতে দেখা গেল। তারপরই ভাইরাল হল খবর। রণবীর কাপুর যদিও এই বিষয় মুখ খুলতে নারাজ। তবে তিনি একা নন, বলিউড থেকে একগুচ্ছ স্টারের কাছে ইতিমধ্যেই এই মর্মে ইডির সমন পৌঁছে গিয়েছে।