একের পর এক সেলেব স্টার বিয়ের পিঁড়িতে, আর সেই পর্ব মেটা মানেই প্রশ্ন সন্তান নিয়ে কি পরিকল্পনা! এমনই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। মাঝে মধ্যেই একটু ঢিলে ঢালা পোশাক পরে বাইরে আসতেই নেটিজেনরা অনুমান করে ফেলেন যে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু কোথাও গিয়ে যেন একই প্রশ্নের উত্তর দিতে দিতে সেলেবরা ক্লান্ত। তবে এবার সুখবর নিজেই শেয়ার করে নিলেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সপাট প্রশ্ন করে বসলেন তিনি নিজেই, ছেলে হবে না মেয়ে! কী প্রসঙ্গ শুনে মনে হচ্ছে তো দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা! তবে কার সন্তানের বাবা হতে চলেছেন রণবীর সিং!
ভক্তদের চমকে দিয়ে এবার প্রকাশ্যে এলো জয়েস ভাই জোরদার নয়া পোস্টার। সেখানেই প্রকাশ্যে এলো বাবা হতে চলেছেন রণবীর সিং। কোলে আসতে চলেছে নবজাতক, তবে সে ছেলে হবে না মেয়ে তা নিয়েই চিন্তায় এখন রণবীর সিং। ঝড়ের গতিতে ভাইরাল হল ছবির পোস্টার। ৮৩ ছবির পর আবারও মুক্তি পেতে চলেছে রণবীর সিং-এর ছবি। আগামী ছবি নিয়ে এবার বেজায় আশাবাদী তিনি। আগামী ১৩ মে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত ছবি জয়েসভাই জোরদার ছবিটি। ছবিটি ফেব্রুয়ারি মাসেই মুক্তির কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কথা ভেবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর সার্কাস ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন রণবীর সিং।
রণবীর সিং, আলাদা করে নিজেকে আর প্রমাণ করার প্রয়োজন মনে করেন না তিনি, কারণ ইতিমধ্যেই একাধিক চরিত্রের শেডে তিনি যেভাবে নিজেকে ভেঙে গড়েছেন, তা বারে বারে প্রশংসার ঝড় তোলে। কোথাও গিয়ে যেন সেই চেনা ছন্দের ছক ভেঙেই এবার আসতে চলেছে জয়েস ভাই জোরদার। কয়েকদিন আগেই ইটামসের প্রশ্নে তিনি জানান, এই ছবিটি এমন, যদি আপনার চোখে জল না আনে, তবে পয়সা ফেরত। এই ছবিতে একজন গুজরাতির ভূমিকায় দেখা যাবে তাঁকে। সমাজের বিভিন্ন প্রথা ও পরিস্থিতি নিয়ে যেখানে তাঁকে প্রতিবাদ করতেও দেখা যাবে। তবে সব মিলিয়ে এই ছবির মধ্যে আবেগ মানুষের মন ছোঁবে বলে বিশ্বাস রণবীর সিং-এর। এই ছবির লুক সামনে এসেছিল বহু আগে। করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গিয়েছিল কাজ।