Viral Post: বনি-নয়না জুটি ভাঙতে নারাজ নেটদুনিয়া, দীপিকার জায়গায় আলিয়াকে দেখে প্রতিবাদের ঝড়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 18, 2022 | 2:15 PM

Alia-Ranbir Wedding: ওটিটি প্ল্যাটফর্ম আলিয়া ও রণবীরের বিয়ে উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবির শেষ দৃশ্যে দীপিকার জায়গায় পাল্টে দিল আলিয়াকে। আর তাতেই আপত্তি জানালো এবার নেট দুনিয়া।

Viral Post: বনি-নয়না জুটি ভাঙতে নারাজ নেটদুনিয়া, দীপিকার জায়গায় আলিয়াকে দেখে প্রতিবাদের ঝড়

Follow Us

ক্যাসানোভা রণবীর, বি-টাউনের লাভ বয়। এক কথায় বলতে গেলে কোথাও গিয়ে যেন নিজের চেনা ছন্দের বাইরে বেরিয়ে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসলেন। তাঁর অতীতের সম্পর্কের রেকর্ডে যদি নজর রাখা যায়, তবে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে দাঁড়ায়, যেন কোনও সম্পর্কেই স্থির হওয়ার পাত্র তিনি নন। তবে আলিয়া সেই গুজব ঘুচিয়ে এবার তাঁকে নিয়েি সংসার পাতলেন। বাঁধলেন ঘর, বিয়ের মণ্ডপ পর্যন্ত রণবীরকে টেনে নিয়ে এলেন তিনিই। তবে দীপিকা হোক বা ক্যাটরিনা, অতীতে একাধিকবার এই সেলেবদের সঙ্গে রিল ও রিয়েল লাইফের জুটি হিসেবে জনপ্রিয় হয়েছেন রণবীর কাপুর। বারে বারে উঠে এসেছেন খবরের শিরোনামে।

সম্পর্কের মাঝে দীর্ঘ বিরতি, যখন স্পষ্ট হয়ে যায় রণবীর কাপুরের সঙ্গে দীপিকার বিচ্ছেদ, তখন একশ্রেণীর ভক্তরা নেহাতই শোক প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁদের মনের সেই সুপ্ত বাসনা আবারও যেন আশীর্বাদ হয়ে ফিরেছে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির মধ্যে দিয়ে। সেখানেও নয়নার সঙ্গে সমীকরণটা ছিল ঠিক একই রকমের। মাঝে বিরতির পর অবশেষে ফিরে আসা রণবীরের, আর সেবার ঘরই বাঁধার স্বপ্ন দেখিয়েছিল বনি, নয়না ফিরে পেয়েছিল তাঁর ভালবাসা। সেই সুপারহিট ছবি ও জুটিকে ভুলতে নারাজ ভক্তরা।

সদ্য এক ওটিটি প্ল্যাটফর্ম আলিয়া ও রণবীরের বিয়ে উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবির শেষ দৃশ্যে দীপিকার জায়গায় পাল্টে দিল আলিয়াকে। আর তাতেই আপত্তি জানালো এবার নেট দুনিয়া। দীপিকার সঙ্গে এই দৃশ্যে রণবীরকে থাকতে দেওয়া হোক। কেন সেখানে পাল্টে দেওয়া হল আলিয়ার মুখ! উঠছে প্রশ্ন। কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে যেন একশ্রেণীর দর্শকেরা আজও চোখে হারাচ্ছে বনি নয়না জুটিকে। তাই এই ভিডিয়ো সামনে আসতেই উঠল আপত্তির ঝড়। আলিয়ার সঙ্গে ঘর বাঁধলেও কোথাও গিয়ে যেন আজও দীপিকার নাম ভুলতে নারাজ ভক্তমহল। যদিও বর্তমানে তা কেবলই অতীত।

আরও পড়ুন- Bollywood Controversy: নাম থেকে কেন বাদ পড়ল জোনাস! ডিভোর্স জল্পনায় এবার মুখ খুললে কারণ জানালেন খোদ প্রিয়াঙ্কা

আরও পড়ুন- Brahmastra: ব্রহ্মাস্ত্র ছবির জন্য কত কোটি পারিশ্রমিক পেলেন রণবীর! কত কোটিতে রাজি হয়েছিলেন আলিয়া-অমিতাভ

আরও পড়ুন- Bollywood Controversy: চরিত্র নিয়ে প্রশ্ন, কন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হোক রণবীর, বিচ্ছেদের পর ক্ষোভ উগরে বিস্ফোরক দীপিকা

Next Article