‘পুষ্পা’ তারকা রশ্মিকা মনদানা ‘গুডবাই’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। ছবিতে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এটি সকলকে মুগ্ধ করেছে এবং রশ্মিকার আত্মবিশ্বাসী অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিটি ৭ই অক্টোবর ২০২২-এ মুক্তি পাবে। প্রথমে কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ছবি দিয়ে তিনি বলিউডে ডেবিউ করবেন। কিন্তু সেই ছবির তারিখ পিছিয়ে গিয়েছে। এর মধ্যে ‘গুডবাই’ মুক্তি পাচ্ছে।
শেহনাজ গিলের ভক্তরা তাঁকে বড় পর্দায় বিশেষ করে বলিউডের ছবিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অভিনেত্রী সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে হিন্দি সিনেমায় ডেবিউ করতে চলেছেন। এই ছবি সামনের বছর ঈদে মুক্তি পাবে এমনটাই খবর।
রশ্মিকার মতোই ‘মুম্বইকর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল বিজয় সেতুপতির। তবে সেই ছবির মুক্তির তারিখ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। এদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর ‘মেরি ক্রিসমাস’ রয়েছে যা এই বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে।
শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ নামের একটি চলচ্চিত্র দিয়ে আত্মপ্রকাশ করার কথা ছিল। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। আর এখন দেখে মনে হচ্ছে শুধু শেহনাজ নয়, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়ে পলকও আত্মপ্রকাশ করবেন।
অনেক মিউজিক ভিডিয়োতে খুশিলী কুমারকে দেখা গিয়েছে। এখন তিনি ‘ধোখা: রাউন্ড ডি কর্নার’ ছবি দিয়ে তাঁর অভিনয়ের আত্মপ্রকাশ করতে প্রস্তুত যা ২৩শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে৷