Rekha-Hema: হেমার গালে রেখার চুমু, রাত পার্টিতে জমে উঠল দুই সেলেবের রসায়ন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 17, 2023 | 12:26 PM

Bollywood Gossip: হেমা মুখে যেন কিছু বুঝতে দিতে রাজি নন, তবে খুব একটা সেই মুহূর্ত যে তিনি উপভোগ করছিলেন তেমন ছবি ধরা পড়ল না ক্যামেরায়। যদিও রেখার সঙ্গে শরীর দুলিয়ে খানিকটা নেচে হেসে পোজ় দিলেন তিনি, তবে কোথাও গিয়ে যেন রেখার উত্তেজনা সামনে হেমার খুশির পারদ বেশ কিছুটা নিম্নমুখী ছিল।

Rekha-Hema: হেমার গালে রেখার চুমু, রাত পার্টিতে জমে উঠল দুই সেলেবের রসায়ন

Follow Us

হেমা মালিনীর ৭৫ তম জন্মদিন সেলিব্রেশানে সেজে উঠেছিল রাত পার্টি। এদিন ধর্মেন্দ্রর পরিবারের প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেলিব্রেশনে। একসঙ্গে সকলে মিলে কেক কেটে জন্মদিনে শুভেচ্ছা জানাইছিলেন হেমা মালিনীকে। শুধু তাই নয়, আয়োজন করা হয়েছিল এক বিশেষ পার্টির। যেখানে বলিউডের বাঘা বাঘা তারকারা নিমন্ত্রিত ছিলেন। আর সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী রেখাকেও। রেখা হেমা মালিনী, জয়া বচ্চন, রেখা একটা সময় একযোগে দাপিয়ে কাজ করেছেন বলিউডে। ফলে এই দুই স্টারকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখে অনেকেই বেশ খুশি হলেন। আর হেমা মালিনী? ভিডিয়ো ভাল করে লক্ষ্য করলে এই প্রশ্ন মনে জাগতেই পারে। হেমা মালিনীকে আদর করে চুম্বন করে ভালবেসে যতই কাছে টেনে নিক না কেন রেখা, ভিডিয়োতে নজরে পড়ল হেমা মালিনীর মধ্যে কেমন যেন দূরত্ব ভাব।

হেমা মুখে যেন কিছু বুঝতে দিতে রাজি নন, তবে খুব একটা সেই মুহূর্ত যে তিনি উপভোগ করছিলেন তেমন ছবি ধরা পড়ল না ক্যামেরায়। যদিও রেখার সঙ্গে শরীর দুলিয়ে খানিকটা নেচে হেসে পোজ় দিলেন তিনি, তবে কোথাও গিয়ে যেন রেখার উত্তেজনা সামনে হেমার খুশির পারদ বেশ কিছুটা নিম্নমুখী ছিল। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই কমেন্ট বক্সে অনেকেই এই প্রসঙ্গে লিখতে শুরু করলেন। তা দেখে অনেকেই অনুমান করার চেষ্টা করলেন, রেখা কি হেমা মালিনীকে ‘সরি (SORRY)’ বললেন, নেটপাড়ার অএকাংশ প্রশ্ন তুলল হেমা মালিনীর এমন আচরণ নিয়ে। যদিও এই জুটির মধ্যে তেমন কোনও বচসার খবর বলিউডের চর্চায় খুব একটা জায়গা করেনি।

তাই ঠিকই কী কারণে এমন ব্যবহার, তার উত্তর খুঁজছে নেট দুনিয়ায়। অন্যদিকে দুই গ্ল্যামার কুইনের তাক লাগানো লুকে যেভাবে নিজেদের উপস্থাপনা করেছেন এ দিন, তাতে ভক্তদের চক্ষু চরক গাছ। দুই সুন্দরী আজও যেন পার্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার ক্ষমতা রাখেন অনায়াসে। তাই এদিনও তাঁদের থেকে যেন চোখ ফেরাতে পারছিলেন না কেউ।

Next Article
Hema Malini: হেমার বিয়েতে জোর করে ঢুকে পড়েছিলেন ধর্মেন্দ্র; অভিনেত্রীর বাবা বলেছিলেন, ‘তুমি বিবাহিত পুরুষ, বেরিয়ে যাও…’
Rekha Love Story: ‘ভালবাসি, অস্বীকার করব কেন’, অমিতাভকে নিয়ে সোজাসাপ্টা রেখা…