জল্পনাই তবে সত্যি? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বান্টিই রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বর্তমান প্রেমিক? গুঞ্জন চলছিলই। এবার সেই গুঞ্জনেই যেন লাগল শিলমোহর। রিয়াও যেন আর লুকোছাপা করতে চাইছেন না। অনেকটা ‘প্রেম কিয়া তো ডরনা ক্যায়া’ মেজাজেই প্রেমিকের পরিবারের সঙ্গেই হাজির হলেন পার্টিতে। পরিচালক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টিতে রিয়ার পাশে দেখা গেল কাকে জানেন? না বান্টি নয়, বরং জায়গা করে নিলেন তাঁর দিদি সীমা সাজদেহ। পাপারাৎজি দুজনকেই এক ফ্রেমে বন্দিও করেছে। এই সীমার সঙ্গে আবার সলমন খানের এক সময় ঘনিষ্ঠ যোগ ছিল। বা বলা ভাল, তিনি ছিলেন সলমনের আত্মীয়। সলমনের নিজের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রীই হলেন সীমা। গতকাল অর্থাৎ শনিবার পার্টিতে রিয়াকে কার্যত আগলেই ছিলেন সীমা। হাজার হোক, ভাইয়ের প্রেমিকা বলে কথা!
রিয়া যে নতুন সম্পর্কে জড়িয়েছেন সে খবর মিলেছিল ইন্ডাস্ট্রির অন্দর থেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছিলেন, এ বছরের গোড়া থেকেই নাকি সম্পর্কে রয়েছেন তাঁরা। যখন রিয়াকে নিয়ে কাটাছেঁড়া চলেছিল, চলেছিল মিডিয়া ট্রায়াল, তখন অভিনেত্রী পাশে পেয়েছিলেন বান্টিকে। আর সেই নির্ভরতা থেকেই নাকি প্রেমটা হয়ে গিয়েছে দুজনের। তবে এখনই তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না তাঁরা।
বান্টি আদপে কে? তিনি ঠিক কী করেন? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের ‘ম্যানেজ’ করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন– এ সবই দেখার দায়িত্ব ওই সংস্থার। জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও ‘ম্যানেজ’ করত বান্টির এই সংস্থা। তবে এখন শুধু ক্লায়েন্ট নন রিয়া। প্রেমের খবর প্রকাশ্যে আনবেন কবে? এ প্রশ্নই ঘুরছে বলিপাড়ার আনাচেকানাচে।