সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে রিয়ার নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য

May 28, 2021 | 10:49 AM

বিগত বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আবারও সক্রিয় রিয়া। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর জীবনকে আবারও নতুন ভাবে সাজাতে কাজও খুঁজছেন তিনি।

সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে রিয়ার নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য
এমটিভি হোয়াটস অ্যাপ, গন ইন ৬০ সেকেন্ডস, টিক-ট্যাক কলেজ বিট সহ নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। একসঙ্গে কাজ করেছেন ওই চ্যানেলের আর এক ভিডিয়ো জকি বাণীর সঙ্গেও।

Follow Us

প্রায় এক বছর হতে চলল সুশান্ত নেই। তাঁর মৃত্যুবার্ষিকীর ঠিক দিন কয়েক আগে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর এক পোস্টকে কেন্দ্র করে সরগরম নেটপাড়া। পক্ষে-বিপক্ষে তাতে জমা হয়েছে নানা কমেন্ট।

রিয়া লিখেছেন, “মারাত্মক যন্ত্রণা থেকেই প্রভূত শক্তির উদ্ভব হয়। তোমায় শুধু আমায় বিশ্বাস করতে হবে… ভালবাসা…রিয়া…”। এরপরেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, রিয়ার এই পোস্টেই কি লুকিয়ে রয়েছে কোনও ইঙ্গিত? কাকে বিশ্বাস করার কথা বলছেন তিনি? কার উদ্দেশ্যেই বা তাঁর এই পোস্ট? উল্লেখ্য,  রিয়ার ওই পোস্টে লাইক করেছেন সুশান্তের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানিও। সেই সিদ্ধার্থ পিঠানি যিনি সুশান্তের মৃত্যুর দিন হাজির ছিলেন তাঁর ফ্ল্যাটেও। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর দিকেও আঙুল উঠেছিল। বহুবার সিবিআই, ইডির জেরার মুখে পড়তে হয়েছিল ওই সিদ্ধার্থ পিঠানিকে।


বিগত বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আবারও সক্রিয় রিয়া। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর জীবনকে আবারও নতুন ভাবে সাজাতে কাজও খুঁজছেন তিনি। যদিও মুম্বইয়ে তাঁর শিকে ছিঁড়ছে না কিছুতেই। তবু ক্ষতকে সঙ্গে নিয়েই মাস খানের আগে রিয়া গিয়েছিলেন হায়দরাবাদে। কাজের জন্যই তাঁর এই হায়দরবাদ ভ্রমণ বলেই জানিয়েছে বলিপাড়ার একাধিক সূত্র।

আরও পড়ুন- লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ধারাবাহিকের শুটিং হবে বাড়ি থেকেই? কী জানাচ্ছেন পরিচালক-প্রযোজকরা

গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া। মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ থেকে শুরু করে ‘সুশান্তকে হত্যা’, ‘কালা জাদু প্রয়োগ’– ইত্যাদি নানা অভিযোগে জর্জরিত রিয়া ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন। মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও। যদিও তাঁর উঠতি কেরিয়ার কতটা উড়াল নেবে, তা সময়ই বলবে।

Next Article