একের পর এক পুলিশ বাহিনীতে নাম লেখাচ্ছে সেলেবমহল। বলিউডের অন্যতম হিট সিরিজ হল রোহিত শেট্টি পরিচালিত পুলিশ সিরিজ। সিংঘম থেকে শুরু, তারপর একে একে ছবি হয়ে উঠেছে বক্স অফিস হিট। এখন দর্শকেরা এই সিরিজের ছবির জন্য এক প্রকার মুখিয়ে থাকে। একের পর এক স্টারকে বক্স অফিসে ঝড় তুলতে দেখা গিয়েছে এই সিরিজের হাত ধরে। সদ্য সিদ্ধার্থ মালহোত্রা যুক্ত হচ্ছেন এই প্রজেক্টের সঙ্গে। অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমারের পর সিদ্ধার্থ মালহোত্রার নামই এসেছিল সামনে।
এখানেই শেষ নয়, কয়েকদিন আগেই সামনে এসেছিল মহিলা পুলিশ সদস্যেরও নাম। আর তিনি হলেন শিল্পা শেট্টি। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছবি বানাতে চলেছেন যেমন রোহিত শেট্টি, তেমনই লক্ষ্যে আবার বড়পর্দাও। পুলিশ সিরিজে প্রথম মহিলা পুলিশ নিয়ে আসছেন রোহিত। আর তার জন্য তিনি বেছে নিয়েছিলেন বি-টাউনের ফিট স্টার শিল্পাকে। বেশ কয়েকবছর পর কামব্যাক করেছেন শিল্পা।
বর্তমানে রিয়ালিটি শো-কে কেন্দ্র করে তিনি ভক্তমহলের সামনে নিত্য হাজির হয়ে থাকেন। তবে ছবির সঙ্গে তাঁর সফর বেশ কিছুদিনের জন্য স্থগিত ছিল। মাঝে রাজ কুন্দ্রার মামলার জেরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল শিল্পা শেট্টির নাম। এবার সেই স্মৃতি ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছেন সেলেবস্টার। তবে এতো গেল ওটিটি প্রসঙ্গ। সূর্যবংশীর পর বড়পর্দায় কবে আসতে চলেছে সিংঘম! উত্তর দিলেন এবার খোদ পরিচালক।
২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে ছবির শুটিং। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। তবে এবার পর্দায় কে! সূর্যবংশী ছবির শেষ দৃশ্যেই মিলেছিল ইঙ্গিত। অজয় দেবগণকেই দেখা যাবে এই ছবিতে। ২০১১ সাল থেকে চলতে থাকা এই পুলিশ সিরিজ হ্যাংওভার একের পর এক হিটের জেরে আজও তুঙ্গে। বর্তমানে রোহিত শেট্টি রণবীর সিং-এর সার্কাস নিয়ে ব্যস্ত রয়েছেন।