Salman Khan: ২, ৪, ৬ নয়, ‘নো এন্ট্রি’র সিকুয়্যালে সলমনকে ঘিরে থাকবেন ১০ জন হিরোইন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 17, 2022 | 9:20 AM

Salman Khan: ২০০৫ সালে মুক্তি পেয়েছিল নো এন্ট্রির প্রথম পর্ব। নতুন ছবির নাম দেওয়া হয়েছে 'নো এন্ট্রি মে এন্ট্রি'।

Salman Khan: ২, ৪, ৬ নয়, নো এন্ট্রির সিকুয়্যালে সলমনকে ঘিরে থাকবেন ১০ জন হিরোইন!
বলিউডে কোন কোন হিরোইন সলমনের ডাকে সাড়া দেন এখন সেটাই দেখার। ছবি- প্রতীকী।

Follow Us

আসতে চলেছে সলমন খানের সুপারহিট ছবি ‘নো এন্ট্রি’র সিকুয়্যাল, এ খবর পুরনো। তবে যে খবর নতুন, এই পার্ট ২-তে এক, দুই এমনকি ছয়ও নয় সলমনকে ঘিরে থাকবেন বলিপাড়ার ১০ জন সুন্দরী, বলিউডের সূত্র বলছে এমনটাই। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন জানাচ্ছে, এই ১০ জন কিন্তু মোটেও উঠতি অভিনেত্রী নন। ভাইজানের ছবি বলে কথা! তাই সেই ছবিতে কাজ করবেন টপ নায়িকারাই।

২০০৫ সালে মুক্তি পেয়েছিল নো এন্ট্রির প্রথম পর্ব। নতুন ছবির নাম দেওয়া হয়েছে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। পুরনো ছবিতে ছিলেন তিন জন নায়ক। সলমনের পাশাপাশি দেখা গিয়েছিল অনীল কাপুর ও ফারদিন খানকে। এই নতুন ছবিতেও থাকবেন তাঁরা। শোনা যাচ্ছে প্রতি নায়কের জন্য নাকি থাকবেন ৩ জন নায়িকা। ওই সূত্র আরও জানাচ্ছে, প্রথম ছবিতে নায়িকা হিসেবে যাদের দেখা গিয়েছিল অর্থাৎ বিপাশা বিসু, লারা দত্ত, এষা দেওল ও সেলিনা জেটলিকে নাকি দেখা যাবে না এই সিকুয়্যালে। তাঁদেরই মতো দেখতে হিরোইন খুঁজতেই নাকি মরিয়া সলমনের টিম। এই বছরের শেষের দিকেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যেই চলছে জোর তোড়জোড়। ভক্তমহলেও উন্মাদনা তুঙ্গে। হাজার হোক সুপারহিট ছবির পার্ট ২ বলে কথা!

সূত্র জানাচ্ছে এই ১০ হিরোইনের খোঁজ চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গোটা টিমকেই। নিজের কাঁধেও দায়িত্ব তুলে নিয়েছেন খোদ ভাইজানও। এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া, দর্শকের আবেগ। তাতে যাতে কোনও ভাবেই ঘাটতি না হয় তা তদারকি করতে সচেষ্ট তাঁরা। ছবিটি যে কমেডি ছবি হতে চলেছে তা আগে থেকেই দর্শক জানেন। তাই হিরোইনের মধ্যেও থাকতে হবে উপযুক্ত কমিক সেন্স, টাইমিং। খাপে খাপ মিলিয়ে মিলবে কি খোঁজ? ভাইজান কিন্তু হাল ছাড়ার পাত্র নন!

Next Article