টিভির জনপ্রিয় অভিনেত্রী ও বিগবস বিজেতা রুবিনা দিলায়েককে কে না চেনেন? ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। পেয়েছেন চোটও। এমতাবস্থায় ক্ষোভ উগরে দিলেন নায়িকার স্বামী অভিনব শুক্লা। ঠিক কী ঘটেছে? এখন কেমন আছেন অভিনেত্রী? রইল বিস্তারিত। শনিবার দুই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি শেয়ার করে অভিনব লেখেন, “আমাদের সঙ্গে হয়েছে। আপনাদের সঙ্গেও হতে পারে। ট্রাফিক নির্দেশ অমান্য করে যে সব ইডিয়ট তাঁদের থেকে সাবধান। রুবিনা গাড়িতে ছিল। ওকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।” এরপরেই ওই টুইটকে রি-টুইট করে রুবিনা লেখেন, “আমার মাথায় লেগেছে, কোমরে লেগেছে। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। যাই হোক পরীক্ষা নিরীক্ষার পর যদিও জানা গিয়েছে আমি ঠিক আছি।” তিনি জানান, এক ট্রাকচালকের সঙ্গে সংঘর্ষ হওয়ার কারণেই তাঁদের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। রুবিনা লেখেন, “যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। সবাইকে অনুরোধ করছি নিরাপদ ভাবে গাড়ি চালান নিজের নিরাপত্তার জন্য।” রুবিনা এও জানান ইতিমধ্যেই ওই ট্রাক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Due to the impact I hit my head and lower back, so was in a state of shock, but we ran medical tests,everything is Good….
Legal action has been taken against the reckless truck driver , but the damage is done! I urge you all to be mindful on road ?? Rules r for our own safety ! https://t.co/HFB2xpPZVy— Rubina Dilaik (@RubiDilaik) June 11, 2023
প্রসঙ্গত, কিছু দিন আগেই সড়ক দুর্ঘটনায় বেশ কিছু তারকার অকালপ্রয়াণ প্রত্যক্ষ করেছে দেস, মাত্র ২৯ বছরে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুট শেষে এক অ্যাপ ক্যাব চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই গাড়ির সামনে এক সাইকেল চলে আসে। ক্যাব ড্রাইভার ব্রেক কষেন। পড়ে যান সুচন্দ্রা। পিছন থেকে আসছিল এক ট্রাক। যা তাঁকে পিষে দিয়ে চএল যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুধু সুচন্দ্রাই নয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বৈদেহী উপাধ্যায়ও কিছু দিন আগেই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন। কিছু দিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল বৈদেহীর। এবার রুবিনা প্রাণে বেঁচে গিয়েছেন। বনড় কিছু হতে পারত। কিন্তু তা যে হয়নি তাতেই স্বস্তিতে তাঁর ভক্তরা।