সইফ আলি খানের ঘরের বউ কে হতে চলেছেন, তা অনেকেই এবার আন্দাজ করতে শুরু করেছেন। বেশ কয়েক মাস ধরে শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিম আলি খানের ঘনিষ্ঠতা চোখে পড়ছে। মাঝেমধ্যেই তাঁদের দেখা যায় হয় পার্টি করতে, নয় ডিনার দিতে একসঙ্গে সময় কাটাতে। একে অন্যকে তবে গোপনে মন দিয়ে বসেছেন তাঁরা? এই প্রশ্নই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে। এরই মাঝে জল্পনা উস্কে আরও একবার জুটিকে ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ইব্রাহিমের সঙ্গে পালাক পার্টি করতে ব্যস্ত, সঙ্গে রয়েছেন বন্ধুরাও। মুম্বইয়ে রাত পার্টির এই ছবি দেখা মাত্রই আবার চর্চায় উঠে এল এই দুই নাম। বন্ধুদের সঙ্গে এদিন বেশ কিছুটা সময় কাটিয়ে নিলেন জুটি।
তবে সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে তাঁরা কোনও মন্তব্য করতে চান না। ইতিমধ্যেই সলমন খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়ে গিয়েছে পালাক তিওয়ারির। কিন্তু এখনও অবধি পর্দার সামনে মুখ দেখাননি ইব্রাহিম আলি খান। কবে অভিনয় জগতে হাতে করে হবে তাঁর, এ প্রশ্ন ভক্তদের মনে রয়েই গিয়েছে। তবে সাইফ আলি খান ছেলের অভিনয় প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে নারাজ। একদিকে একের পর এক ছবি সাইন করছেন সারা আলি খান। তবে ভাইয়ের সঙ্গে ছবির বিষয় কোনও আলোচনাই নাকি হয় না তাঁর। ফলেই ইব্রাহিমের কেরিয়ার নিয়ে চর্চা যত না জায়গা করে নিয়েছে নেটিজ়েনদের চর্চায়, তাঁর থেকে অনেক বেশি আলোচিত এখন তাঁর ও পালকে সঙ্গে থাকা গোপন সম্পর্ক।
সত্যিই কি তাঁরা সম্পর্কের রয়েছেন? নাকি কেবল বন্ধুত্বের খাতিরে মাঝেমধ্যে এই একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া। তা অজানাই থেকে গিয়েছে। যদিও ক্যামেরা কিংবা লোক সমাজ খুব একটা এড়িয়ে যেতে দেখা যায় না এই জুটিকে। যার ফলে নেটিজ়েনদের মনে প্রশ্ন থাকলেও, তাঁরা সে বিষয়ে খুব একটা রাগ ঢাক করে জল্পনা উস্কে দেওয়ার কাজটা করে থাকে না। সেই কারণেই হালকা জল্পনা থাকলেও খুব একটা আলোচিত নয় এই জুটি। তবে সম্পর্কের কথা খুব বেশিদিন চাপা থাকে না। ফলে সত্যিই যদি এই দুই স্টারকিড একে অপরকে মন দিয়ে থাকেন, তবে একদিন না একদিন সে খবর সামনে আসবেই।