পারিবারিক সূত্রে খান পদবীর অধিকারী সইফ আলি খান। যদিও জনপ্রিয়তার নিরিখে বলিউডের তিন খান আমির, সলমন এবং শাহরুখের সঙ্গে এক পংক্তিতে এখনও বসানো যায়নি তাঁকে। এই কম জনপ্রিয়তায় আখেরে লাভই হয়েছে তাঁর, সাক্ষাৎকারে এমনটাই দাবি সইফের। তুলনামূলক কম জনপ্রিয় হওয়ার কারণে নিজের মতো কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে প্রেছেন তিনি, অভিনেতা হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন বলেন জানিয়েছেন অভিনেতা।
তাঁর কথায়, “শাহরুখ, সলমন এবং আমির অভিনেতা হওয়ার জন্যই জন্মেছে। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্নই দেখতেন তাঁরা। যদিও সলমনের ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই… আমি সিনেমায় এমন একটা সময়ে যোগ দিই যখন হয় তোমাকে সুপারস্টার হতে হবে নয়তো কিছু নয়। আর তা ছাড়া যে সময় আমি কাজ শুরু করি সে সময় চরিত্রের এত মিশেল ছিল না, যা এখন পাচ্ছি।”
আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়
পাশাপাশি তাঁর এই বলিউড জার্নিতে অক্ষয় কুমারের কৃতিত্বের কথা উল্লেখ করেছেন সইফ। তাঁর কথায়, “ও আমায় পরিপূর্ণ করেছে আর আমি ওকে। একসঙ্গে অনেক কাজ করেছি আমি আর অক্ষয়। অনেক ছবিতে ‘ কিউট-ফান’ ইমেজ নিয়ে আমার চরিত্র লেখা হতো। অন্যদিকে সেই সময় অক্ষয় কুমারের চরিত্র ছিল খানিক অন্যরকম। দু’জনেই দু’জনের পরিপূরক হিসেবে কাজ করেছি আমরা। ” যদিও তিন খানকে ‘সোলো সুপারস্টার’ হিসেবে উল্লেখ করে সইফ বলেন, “নিজেদের পরিপূর্ণ করতে ওঁদের কারও সাহায্যের দরকার নেই।”
১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সইফ আলি খানের। এর পর একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘দিল চাহতা হ্যায়’, ‘হাম তুম’, ‘ওমকারা’সহ বিভিন্ন ছবি। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সেক্রেড গেমস থেকে শুরু করে সাম্প্রতিক কালে ‘তান্ডব’ সইফকে দেখা গিয়ে সম্পূর্ণ আলাদা ভাবে। হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। এর মধ্যে ‘আদিপুরুষ’, ‘ভূত পুলিশ’ সহ বেশ কিছু ছবিতে কাজ করছেন পতৌদি নবাব।